কমলগঞ্জ প্রতিনিধি::
চারটি এলাকার মানুষ এক বিশাল বিক্ষোভ জনসভার আয়োজন করেছে
তারিখ: ১৮-০২-২০২৫
সময়: সকাল ১০:০০
ভুক্তভোগী ৪টি এলাকা:
• পশ্চিম জসমতপুর
• দক্ষিণ ধর্মপুর
• পূর্ব কালাছড়া
• পূর্ব পাথরটিলা
প্রতিদিন প্রায় ৮০-৯০টি ট্রাক অবৈধভাবে বালু বোঝাই করে এই রাস্তার উপর দিয়ে চলাচল করে। ফলে রাস্তার অবস্থা চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পুরো রাস্তা ভেঙে গেছে, ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে, যা একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এই ভয়াবহ বিপর্যয়ের কারণে কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। জরুরি প্রয়োজনে গর্ভবতী নারী কিংবা মুমূর্ষু রোগী নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।
অনেক ঘর বাড়ি নদীর ভেঙ্গনে ফলে মানুষ সর্বহারা হয়ে পড়েছে।
তাই, অবিলম্বে ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে এবং নষ্ট হয়ে যাওয়া রাস্তা দ্রুত সংস্কার করতে হবে—এটাই এলাকাবাসীর জোরালো দাবি!