কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাল্লারপার গ্রামে অবস্থিত কমলগঞ্জ দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত চার দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ ফেব্রয়ারী )সকাল ১০ টায় উপজেলার দাখিল মাদ্রাসার হল রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম মোহাম্মদ আব্দুহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়ছাল আহমেদ যুক্তরাষ্ট্র প্রবাসী।
সহকারী সুপার মাওলানা সুয়েব আহমেদ ও শিক্ষক নাহিদ তরফদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান নায়েব আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যক্ষ মোঃ মাসুক মিয়া, সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক মা: বাহার উদ্দিন,কমলগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মোঃ সোলাইমান হোসেন, সাবেক সুপার আব্দুস সালাম, মোঃ আলতাফুর রহমান সহসভাপতি শ্রমিক ক্যালান ফেডারেশন কমলগঞ্জ উপজেলা শাখার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ এবাদুর রহমান ম্যানাজার ইসলামি ব্যাংক ভানুগাছ বাজার উপশাখা,মোঃ আব্দুল মুমিন আলাল সাবেক সভাপতি কমলগঞ্জ সদর ইউপির,
আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।