শ্রীমঙ্গল সংবাদদাতা:
জুলাই আন্দোলনের অধিকার কে সংরক্ষণ করার জন্য একটি রাজনৈতিক দল দরকার। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক কমিটির সাথে সূধীজনদের এক মতবিনিময় সভায় এ কথা বলেন জাতীয় নাগরিক কমিটি যুগ্ম-আহবায়ক লেখক ও চিন্তক ‘সারোয়ার তুষার।
তিনি আরো বলেন, বিএনপি নেতাদের গুম, খুন ও অত্যাচারে বিচার না চেয়ে নির্বাচন নিয়ে বিজি, লজ্জা থাকা উচিত ।
বক্তারা আরো বলেন, পুলিশের নাকের ডগায় চাঁদাবাজি হচ্ছে পুলিশ দেখে না, পুলিশ মামলা নিয়ে বানিজ্য করছে, শ্রীমঙ্গলে সাংবাদিকদের নামে ভূয়া মামলা রেকর্ড করেছে, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি হতে চান এক পাতি নেতা। ভূয়া মামলা দিয়ে সাংবাদিকদের দূরে সরিয়ে খালিমাঠে সভাপতি হতে চান ওই নেতা। এটা প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা উচিৎ। প্রশানকে উদ্দেশ্যে করে তিনি বলেন যদি দ্রুত এটি শেষ না করেন তাহলে আপনারা জনগণের রোষানলে পড়বেন।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রিতম দাশ এর সভাপতিত্বে রবিবার রাতে শ্রীমঙ্গল পৌরসভা অডিটরিয়ামে আয়োজিত এ সভায় আরো বক্তব্যদেন নাগরিক কমিটির নির্বাহী কমিটির সদস্য আলাউদ্দিন মোহাম্মদ, তাজনুভা জাবীন, শেখ তাসানিম আফরোজ ইমি, সাদিয়া ফারজানা দিনা। ডেপুটি সুপ্রিম লিডার বরুনা মাদ্রাসা শ্রীমঙ্গল এর মাওলানা শেখ নূরে আলম হামিদী, শ্রীমঙ্গল সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শেখ শিব্বির আহমেদ ও শ্রীমঙ্গল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তী।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ বিএনপির নেতাকর্মীদের অনেক জুলুম অত্যাচার করেছে। অনেক নেতাকর্মীরা জীবন দিয়েছে। এখন তারা দলের নেতাকর্মীদের বিচার না চেয়ে নির্বাচনের কথা বলছেন। মাথা ঠান্ডা রাখুন, ড. ইউনুস ডিসেম্বর অথবা ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন।
এ সময় তিনি ড. ইউনুসকে উদ্দ্যেশ্য করে আরও বলেন, জুলাই ঘোষনা পত্র দ্রুত দিতে হবে। এটি নিয়ে যদি ড. ইউনুস কোন গড়িমসি করেন তালে এর বিরুদ্ধেও আন্দোলন করতে বাধ্য হব আমরা।
এ সময় জাতীয় নাগরিক কমিটির নেত্রী শেখ তাসানিম আফরোজ ইমি বলেন, আমরা দেখেছি একটা মুক্তিযুদ্ধের সরকার নিজেদের স্বার্থে জুলুমবাজ হয়েগিয়েছিল এবং তাদের পরিনিতিও আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে। এখন পরিবর্তন এসেছে তার মানে এই নয়যে, প্রতিশোধ নিতে গিয়ে আপনারাও তাদের মতো হয়ে যাবেন।তাহলেতো আপনারা ও তাদের মধ্যে কোন পরিবর্তন নেই।
জাতীয় নাগরিক কমিটির অপর কেন্দ্রীয় নেত্রী তাজনুভা জাবীন দেশের জনগনের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের সমর্থন অভ্যাত রাখেন। আমরা দেশকে ভালো কিছু উপহার দিবো। আপনারা দেখেছেন এই কয়েকদিনে দশের বড় দলগুলো আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের দাবী তুলেছে। অতচ দুই দিন আগেও তারা এই জুলাই আগষ্টে নির্বাচন চেয়েছিল। এই অন্তরবর্তী সরকারই নির্বাচন দিবে নিরপেক্ষ নির্বাচন।আপনারা একটু ধৈয্য ধরুণ।
জাতীয় নাগরিক কমিটির অপর কেন্দ্রীয় সদস্য আলাউদ্দিন মোহাম্মদ বলেন মানুষের নায্য হিসাব আদায় করে দেয়ার জন্যই নাগরিক কমিটির সৃষ্টি। আমরা সেই লক্ষেই কাজ করছি।
জাতীয় নাগরিক কমিটির অপর কেন্দ্রীয় নেত্রী সাদিয়া ফারজানা দিনা বলেন, যারা রাষ্ট্রের সম্পদ অন্য রাষ্ট্রে পাচার করে আপনারা কি নতুন বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চান। এটা হতে দিলেওতো যেই লাউ সেই কদু। তাহলে জুলাই আন্দোলনের আকাংঙ্খা বাস্তবায়ন কিভাবে হবে।
সভাপতির বক্তব্যে প্রিতম দাশ বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা আগামীর সুন্দর একটি বাংলাদেশ চাই। এদেশের সকল মানুষ যেন সুন্দরভাবে চলতে পারেন সেই লক্ষেই কাজ করা হচ্ছে। মনে রাখবেন আমরা গণ-আন্দোলনের মধ্যদিয়ে রক্তের সাগর পাড়ি দিয়ে মানুষের জন্য কথা বলতে এসেছি। আর তা বাস্তবায়ন করতে হলো আবারো যদি জেলে যেতে হয় যাবো, রক্ত দিতে হয় দিবো।