মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে অশ্লীলতা দমন কমিটি অদক এর ১২ দফা কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
(২৯ ডিসেম্বর) রবিবার মৌলভীবাজারে মামার বাড়ি রেস্টুরেন্টে দুপুর ১২: টায় এক সংবাদ সম্মেলন করা হয়।
অশ্লীলতা দমন কমিটি-অদক-এর ১২ দফা দাবির ঘোষণা পত্র পাঠ করেন মুফতি অফাজ্জুল ইসলাম আরাবী সভাপতি অশ্লীলতা দমন কমিটি-অদক।
সঞ্চালনা করেন আব্দুল মুকিত তালুকদার সেক্রেটারি অশ্লীলতা দমন কমিটি-অনক।
গত ০৮ডিসেম্বর ২০২৪ ইং মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলা থেকে আগত এক ঝাঁক তরুণ-যুবকদের সমন্বয়ে সমাজের সকল প্রকার অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ বন্ধে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মুফতি তাফাজ্জুল ইসলাম আরাবীকে সভাপতি এবং আব্দুল মুকিত তালুকদারকে সেক্রেটারী মনোনয়ন করে ১১৫ সদস্য বিশিষ্ট অশ্লীলতা দমন কমিটি- অদক গঠন করা হয়। অদকের ১২ দফা হচ্ছে –
দফা-১: উরুসের নামে বিভিন্ন মাজারে গান-বাজনা, উচ্চ শব্দে মাইক ব্যবহার করে নর্তকী ভাড়া করে গান গাওয়ানো সহ সকল অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।
দফা-২: শহরে এবং শহরের বাহিরে অবস্থিত পার্ক, রিসোর্ট ও দর্শনীয় স্থানে সকল প্রকার অশ্লীলতা ও অসামাজিক কর্মকান্ড বন্ধ করতে হবে।
দফা-৩: শহরের ভিতরে যেসব আবাসিক হোটেল ও রেস্তোরাঁ রয়েছে সেগুলোতে ঝটিকা অভিযান করে অনৈতিক কাজ বন্ধ করতে হবে।
দফা-৪: ট্রান্স জেন্ডার, সমকামীতা, লীভ টুগেদার ইত্যাদি অশ্লীল ও অনৈতিক কর্মকান্ড আইন করে নিষিদ্ধ করতে হবে।
দফা-৫: সকল প্রকার অশ্লীল বিল বোর্ড, পোস্টার ও অশ্লীল বিজ্ঞাপন অপসারণ করতে হবে।
দফা-৬: বিভিন্ন দিবসকে উপলক্ষ্য করে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে মেলা বসিয়ে জুয়ার আসর। মদ-গাঁজা সেবন করা এবং অশ্লীল গান ও নৃত্য করা বন্ধ করতে হবে।
দফা-৭: স্কুল-কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড অপ সংস্কৃতি ও প্রেম ভালোবাসার নামে সকল প্রকার বেহায়াপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
দফা-৮: অশ্লীল বইপত্র, ম্যাগাজিন, ফেস্টুন, প্লে-কার্ড ইত্যাদি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
দফা-৯: ‘সিনেমা, নাটক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটুব, টিকটকে কন্টেন্ট ক্রিয়েশন এবং বিনোদনের নামে তৈরী করা যৌন সুড়সুড়ি মূলক অসামাজিক ভিডিও ধারণ এবং প্রচারনা বন্ধ করতে হবে।
দফা-১০: দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকল প্রকার অশ্লীল পর্নোগ্রাফী সাইট স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
দফা-১১: সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মূলবোধ ও নৈতিক উৎকর্ষ সাধনে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
দফা-১২: প্রশাসনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যাত্রাগান সহ সকল অশ্লীল আয়োজনের অনুমোদন প্রদান বন্ধ করতে হবে।