কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারী বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ,সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিসহ নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। সভায় মহান বিজয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে বিভিন্ন প্রদক্ষেপ নেয়া হয়েছে।