কমলগঞ্জ প্রতিনিধি::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কর্মিদের ভোটে ২০২৫-২৬ সেশনের কমিটিতে আমীর নির্বাচিত হয়েছেন মোঃ এবাদুর রহমান । কর্মপরিষদের পরামর্শক্রমে সেক্রেটারি মনোনীত হয়েছেন মাও আব্দুল বাছির।
শুক্রবার (২২ নভেম্বর)বিকাল ৩টার সময় কমলগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জামায়াত মজলিশে শুরা ও কর্মপরিষদের সভায় মোঃ এবদুর রহমান এর সভাপতিত্বে ও মাও আব্দুল বাছিরের পরিচালনায় কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম কমলগঞ্জ উপজেলা শাখার আমির জনাব অধ্যক্ষ মোঃ মাসুক মিয়া, নায়েবে আমির মোঃ আমিরুল ইসলাম কয়ছর, উপজেলা শাখার সাধারণ সম্পাদক এড. কামরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে মাও আ. ন. ম. লোকমান, কাজি মামুনুর রশীদ, মাও সাইফুর রহমান, সৈয়দ নাজমুল হাসান মিঠু, মোঃ আলতাফুর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়নের ৯ ওয়ার্ডের কর্মি ও সুধীবৃদ্ধরা।
.