1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
মোবাইল ফোন হ্যাং হলে দ্রুত রিস্টার্ট করবেন যেভাবে - আলোরদেশ২৪

মোবাইল ফোন হ্যাং হলে দ্রুত রিস্টার্ট করবেন যেভাবে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১১৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

আপনার মোবাইল ফোন হ্যাং হলে কীভাবে দ্রুত রিস্টার্ট করবেন, তা কি জানেন? স্মার্টফোন ব্যবহারের সময় প্রায়ই নানান কারণে ফোনটি হ্যাং হয়ে যেতে পারে, গতি কমে আসতে পারে, এমনকি সাইবার হামলার শিকারও হতে পারে। এসব সমস্যার সমাধান খুব সহজেই করা সম্ভব।

এবিষয়ে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) জানাচ্ছে যে, আপনার ফোন রিস্টার্ট করা হলে সম্ভাব্য ভাইরাস এবং ম্যালিসিয়াস সফটওয়্যার বন্ধ হয়ে যেতে পারে। NSA পরামর্শ দেয়, সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করা উচিত। এটি শুধু হ্যাকিং রোধে সহায়ক নয়, বরং ফোনের কর্মক্ষমতাও বাড়ায়।

নিয়মিত ফোন রিস্টার্ট করলে সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা থাকে। ফোনে থাকা কোনো ম্যালিসিয়াস সফটওয়্যার, যা আপনার অনুমতি ছাড়াই কাজ করে, তা রিস্টার্টের মাধ্যমে বন্ধ হয়ে যেতে পারে। ফলে আপনার ফোনের নিরাপত্তা বাড়বে এবং ক্ষতিকর সফটওয়্যার নিষ্ক্রিয় হয়ে পড়বে।

এছাড়াও ফোনের অপারেটিং সফটওয়্যার আপডেট রাখা উচিত। এর ফলে ফোনের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হবে। “অ্যাবাউট ফোন” অপশনে গিয়ে সহজেই এই আপডেট পাওয়া যায়।

তবে সাইবার অপরাধীরা বিভিন্ন কৌশল ব্যবহার করে ফোনে জিরো ক্লিক ম্যালিসিয়াস সফটওয়্যার ইনস্টল করে, যা ফোনের নিরাপত্তা সিস্টেমকে বাইপাস করে ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্কে সমস্যা সৃষ্টি করে। পাশাপাশি ফোনের মেসেজ, সোশ্যাল মিডিয়ার চ্যাট, ছবি ও ভিডিও ফাইলেও নজরদারি চালায়। তাই, ফোনের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত রিস্টার্ট ও সফটওয়্যার আপডেট করা জরুরী।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed