কমলগঞ্জ প্রতিনিধি::
কমলগঞ্জে নৌকা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থীউপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এর মতবিনিময় সভা
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জনাব, আবদাল হোসেন কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার (৩রা জানুয়ারি) জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
আরও জানা যায় যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবদাল হোসেন সম্প্রতি মৌলভীবাজার -৪ আসনের নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠে। ফলে দলের শৃঙ্খলা বিরোধী অভিযোগের ভিত্তিতে কেন্দ্র থেকে আবদাল হোসেনকে দলীয় সকল পর্যায়ের সাংগঠনিক পদ-পদবীসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়।
এ বিষয়ে আবদাল হোসেন বলেন যে, এ ব্যাপারে আমার কিছু জানা নেই, বা আমি এবিষয়ে কোন চিঠি পাইনি।