1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
গাজীপুরে পোশাক কারখানায় আগুন - আলোরদেশ২৪

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১১৩ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ ::

আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে নিহত যুবলীগ নেতা

পোশাক শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় সপ্তম দিনের মতো বিক্ষোভ করেছেন। এ সময় চিত্রনায়ক অনন্ত জলিলের মালিকানাধীন এবিএম ফ্যাশন লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় আগুন দেওয়া হয়।

আজ সোমবার (৩০শে অক্টোবর) বিকেল সাড়ে ৫টার সময় অর্ধশতাধিক ব্যক্তি কারখানার ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন দেন। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনও জানা যায়নি।

আগুনের খবর পেয়ে গাজীপুর সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন সংবাদমাধ্যমে জানান যে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।

এর আগে বেতন বাড়ানোর দাবিতে সপ্তম দিনের মতো চলমান আন্দোলনে দুপুর দেড়টার দিকে টঙ্গীতে রাসেল হাওলাদার নামে এক শ্রমিক নিহত হন। আন্দোলনরত শ্রমিকদের দাবি, তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তবে পুলিশ জানায় যে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়েছে।

দুপুরে পুলিশ ও আন্দোলনরত শ্রমিকরা জানান যে, বেতন বৃদ্ধির দাবিতে টানা সপ্তম দিনের মত সোমবারও গাজীপুরে আন্দোলনে নামেন শ্রমিকরা। এদিন সকাল ৯টা থেকে ভোগড়া বাইপাসের আশপাশের এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। এ সময় তারা কয়েকটি কারখানায় ভাঙচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় উত্তেজিত একদল শ্রমিক একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। শ্রমিক বিক্ষোভের মুখে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুর দেড়টার দিকে রাসেল হাওলাদার নামে এক পোশাক শ্রমিক আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেল হাওলাদার ঝালকাঠি জেলার বিনাইকাঠি গ্রামের হান্নান হাওলাদারের ছেলে। তিনি কলম্বিয়া এলাকার নূর আলমের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে ডিজাইন এক্সপ্রেস কারখানার ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিবি) ইব্রাহীম খান জানান যে, রাসেল হাওলাদার নামে ওই শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed