1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
দেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ - আলোরদেশ২৪

দেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

ইসরায়েল ফিলিস্তিনের হামলায় নিহতের সংখ্যা জানাল

বাংলাদেশে নডুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটল। এ দলের নাম প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি মো: নাজিম উদ্দিন ও চাকসুর জিএস আজিম উদ্দিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে এ নতুন রাজনৈতিক দল প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম। এতে চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন সাবেক বিএনপি নেতা মো: নাজিম উদ্দিন ও মহাসচিব হিসেবে থাকবেন জিএস আজিম উদ্দিন।

তবে আগামী এক মাস এর মধ্যে ঢাকায় কনভেনশন করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে। দলটিতে বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক মন্ত্রী আরিফ মঈন উদ্দিনসহ বিএনপির আরও নেতা থাকবেন বলে জানিয়েছেন দলটির নেতারা। এ ছাড়াও ঢাকার কনভেনশনে আরও চমক থাকার ঘোষণা দিয়েছে তারা।

আজ রোববার (১৫ই অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক সংবাদ সম্মেলন মাধ্যমে দলটির অত্মপ্রকাশের ঘোষণা দেন চাকসুর সাবেক ভিপি মো: নাজিম উদ্দিন ও জিএস আজিম উদ্দিন আহমেদ।

তবে সংবাদ সম্মেলনে মো: নাজিম উদ্দিন বলেন, আসছে নির্বাচনে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম অংশ নিবে। এরই-মধ্যে ১০০ আসনের প্রার্থী দলটির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে। ঢাকার কনভেনশনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। যেখানে বিএনপির অনেক নেতাকর্মিসহ বিভিন্ন চমক থাকবে।

এ সময় আজিম উদ্দিন আহমেদ বলেন যে, আমরা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য অবেদন করব। নির্বাচনের আগে তো পাওয়া সম্ভব হবে না। আমরা এখন জোটের ব্যাপারে মহাজোটের সঙ্গে আলোচনা করব। এর মধ্যে যে কোনো একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিম উদ্দিন বলেন যে, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। একটা অনিশ্চিত অভিযাত্রা লক্ষ্য করছি।

এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশি বিদেশি নানা গোষ্ঠী তৎপর হচ্ছে। নানা এজেন্ডা নিয়ে প্রত্যেকেই যেন ঘোলা পানিতে মাছ শিকারে তৎপর। পশ্চিমা বিশ্ব আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত, চীনসহ বিভিন্ন রাষ্ট্রসমূহ আমাদের ওপর চাপ তৈরি করছে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের দেশ কীভাবে পরিচালিত হবে, সেটা আমাদের দেশের জনগণই ঠিক করবে বিদেশিরা নয়।

আমরা সন্দিহান, এসব রাষ্ট্রসমূহের এসব তৎপরতা ও দৌড়ঝাপ নিয়ে। আমরা মনে করি, তাদের এসব কর্মকাণ্ডের পেছনে রয়েছে তাদের স্বার্থ ও ভৌগোলিক আধিপত্য বিস্তারের নীলনকশা। দেশে কোন সাংঘর্ষিক রাজনীতি আমরা চাই না।

তিনি আরও বলেন যে, এ সময়ে রাজনীতির ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এখন আর রাজনীতিতে ভালো লোকের স্থান নেই। ছাত্র, শ্রমিক, পেশাজীবীদের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকাও নেই আগের মতো। জাতীয় সংসদের ৮০ ভাগ সংসদ সদস্য ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক আমলা দ্বারা পরিবেষ্টিত।

ফলে কার্যত প্রকৃত রাজনীতি নির্বাসনে গেছে। প্রকৃত রাজনীতিবিদদের ওপর জনগণের আস্থা ও সম্মানবোধ দিন দিন উঠে যাচ্ছে।

এ সংবাদ সম্মেলনে তিনি আর বলেন যে, জনগণের কল্যাণ চিন্তা করা, সুশাসন, সামাজিক ন্যায়বিচার ও মানুষের অধিকার নিয়ে কথা বলার প্রতিনিধি দিন দিন কমে যাচ্ছে।

রাজনীতিতে নেতাকর্মী সৃষ্টি করার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন হয় না গত ৩০থেকে ৩৫ বছর। যদি ছাত্রসংসদগুলোর নির্বাচন নিয়মিত হতো, তাহলে এখন রাজনীতিতে একটি গুণগত মান লক্ষ্য করা যেত।

সংশ্লিস্টদের সঙ্গে কথা বলা জানা যায় যে, ১৯৯০ সালে চাকসুর নির্বাচনে জাতীয় ছাত্রলীগ থেকে ভিপি পদে নাজিম উদ্দিন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট থেকে জিএস পদে আজিম উদ্দিন বিজীয় হয়েছিল।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed