কমলগঞ্জ প্রতিনিধি::
কমলগঞ্জে র্যাবের অভিযানে পিকআপসহ আটক-৩
মৌলভীবাজারের কমলগঞ্জে দুই দিনব্যাপী ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া সমিতি কমলগঞ্জ কমিটির আয়োজনে
আজ সোমবার (১১ই সেপ্টেম্বর) সকাল ১০টায তিলকপুর মাঠে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিনের সভাপতিত্বে এবং শিক্ষক হাবিবুর রহমান ও ফরিদ আহমেদের যৌথ্য সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুর নাহার পারভিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ফুটবল, কাবাডি, সাঁতার ও দাবাসহ বিভিন্ন ইভেন্টে উপজেলার ২৭টি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগহণ করছে।