এলিসন সুঙ,মৌলভীবাজার প্রতিনিধি::
রাজধানী ঢাকা’য় অবস্থিত গ্রীন লাইফ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মফস্বল শহরের বিভিন্ন অভিজ্ঞতা’য় ৪ দিনের প্রশিক্ষণ শেষ করেছে।
আজ সোমবার (১৪ই আগষ্ট)নতুন অভিজ্ঞতা লাভ করে শিক্ষার্থীরা নিজ শিক্ষাপীঠে ফিড়ে গেছেন তারা। মেডিকেল কলেজের কতৃপক্ষ আয়োজনে (২০২০-২০২১খ্রী:) বেসে’র শিক্ষার্থীরা মৌলভীবাজার জেলা অধীনে কমলগঞ্জের বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছে এর মধ্যে ছিল হীড বাংলাদেশে’র যক্ষা বিভাগের কার্যক্রম ও স্বাস্থ্য বিভাগ, শ্রীমঙ্গলে’র চা গবেষণা কেন্দ্র, ময়নাভিরাম মাধবপুর লেক,লাউয়াছড়া জাতীয় পার্ক, বিভিন্ন চা শিল্প এলাকা, চা কারখানা’সহ চোখের পলকে দেখেন খাসিয়া, মনিপুরী বিভিন্ন আদিবাসী গ্রামগুলো।
গত শনিবার সকালে বিভিন্ন অভিজ্ঞতা লাভের জন্যে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র রোগীদের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এবং এর মধ্যে ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র বিভিন্ন ওয়ার্ড ও যক্ষা বিভাগের কার্যক্রম।
এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্মকর্তা (UHO& FPO) মাহবুবুল আলম ভূইয়া, কমলগঞ্জ হীড বাংলাদেশর’র লিয়াজু অফিসার নূরে আলম সিদ্দিকী, এবং মেডিকেল কলেজের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন গ্রীন লাইফ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় সহযোগী অধ্যাপক ডাক্তার শীলা খান, সহযোগী অধ্যাপক ডাক্তার তানিমা শারমিন, সহকারী অধ্যাপক ডাঃ শামিমা চৌধুরী ,সহকারী অধ্যাপক ডাঃ সায়মা কামরুন, সহকারী অধ্যাপক ডাঃ শারমিন জামান খান, ডাক্তার পার্থ সারথী পোদ্দার , ডাঃ মোহাম্মদ মাজহারুল ইসলাম ও ডাঃ জান্নাত মেহজাবীন’সহ ১১৭ জন
মেডিকেল কলেজের শিক্ষার্থী’রা।
গ্রীন লাইফ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় সহযোগী অধ্যাপক ডাক্তার শীলা খান বলেন, এরকম আয়োজন মেডিকেল কলেজের কতৃপক্ষ প্রত্যেক বছর করে থাকেন।
কারণ চিকিৎসক একজন সেবক,এ বাক্যকে ধারণ করে তারা চিকিৎসা করতে হয় নবব্রত লাভ করতে হয়।তাই শিক্ষার্থীরা মফস্বল এলায় নব অভিজ্ঞতা করার উদ্দেশ্য এ আয়োজন।