কমলগঞ্জ প্রতিনিধিঃ
২৮ জুন পবিত্র ঈদুল আদ্বহার দিনে সুইডেনের রাজধানী স্টকহোমে কেন্দ্রীয় মসজিদের সামনে রাষ্ট্রীয় মদদে তথা পুলিশি হেফাজতে এক যুবক পবিত্র কুরআন শরীফ পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে কমলগঞ্জ হযরত শাহ্ আজম রহ. দরগাহ্ শরীফের গদ্দীনিশিন হযরত মাওলানা মূফতী শাহ মোহাম্মদ মোশাহিদ আলী আজমী ছাহেব (দাঃ বাঃ)
তিনি এক বিবৃতিতে এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, পবিত্র কুরআনুল কারিম আমাদের পবিত্র ধর্মীয় গ্রন্থ।
আমাদের আবেগ-অনুভূতি বিশ্বাস জুড়ে আছে পবিত্র কুরআনের স্থান। এ পবিত্র কুরআনের ইজ্জত-সম্মান বজায় রাখা আমাদের নিজেদের জান- মাল কুরবান করতে পারি।
সুইডেনের কেন্দ্রীয় মসজিদের সামনেই কুরআন পোড়ানো ঘটনা বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। একজন মুমিন মুসলমান হিসেবে কোন ভাবেই তা মেনে নিতে পারেনী। শান্তিপ্রিয় মুসলমানদের আবেগে আঘাত করে যে বা যারা সারা বিশ্বময় অশান্তি সৃষ্টির এ পায়তারা বিশৃঙ্খলা করছে তাদের অচিরেই রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় এনে চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেই হবে।
সারা বিশ্বে শান্তি বজায় রেখেও এ ধরনের দৃষ্টান্তমূলক কার্যকলাপ বন্ধে মুসলিম বিশ্বকে কঠিন জোরালো ভূমিকা রাখতে হবে। ৯৯% মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ সরকার জোরালো ভূমিকা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করার আহ্বান করছি।
প্রয়োজনে সুইডেনের সাথে কূটনৈতিক সকল সম্পর্ক ছিন্ন করতেই হবে।
উল্লেখ্য যে, এসটিভি’র সূত্রমতে, এর আগেও ওই ব্যক্তি আদালতে কুরআন নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। সে কুরআন পোড়ানোর জন্য আদালতে আবেদন জানালে আদালত তাকে অনুমতি দেয়। (নাউজুবিল্লাহ) এরপর পুলিশের উপস্থিতিতে সে এই কাজ করে।