অনলাইন ডেস্ক নিউজ ::
২০ বছর পরে নড়াইলে ছাত্রলীগের কমিটি গঠন
কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও ০২ বোতল ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক কারবারি আলতাফকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ তথ্য সুত্রে, ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক গত ১৬ই মার্চ ২০২৩ তারিখ ২০:১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানাধীন দেওয়ানের খামার মৌজাস্থ ভূরুঙ্গামারী হতে কুড়িগ্রামগামী মহাসড়কে কালভাট এর উপর থেকে ভূরুঙ্গামারী থানার মইদাম হাজিপারা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আলতাফ হোসেন (২৫)কে ১০ কেজি গাঁজা ও ০২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।