1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
ভুট্টার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি - আলোরদেশ২৪

ভুট্টার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি

  • প্রকাশিত : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৩ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ : :
শেখ হাসিনার উন্নয়নের জ্বালায় জ্বলছে বিএনপি : ওবায়দুল কাদের
খুলনা কৃষকদের লক্ষ্যমাত্রার থেকেও বেশি অর্জনের সম্ভাবনার আলোকে দেশের অন্যান্য সকল বিভাগের সাথে পাল্লা দিয়ে দক্ষিণ বাংলার খুলনা বিভাগেও ভুট্রা চাষের উজ্জ্বল সম্ভাবনার দ্বার উন্মোচন হওয়ায় শতভাগ আশাবাদী খুলনার ভুট্টাচাষিরা।

জানিয়েছেন খুলনা বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। কৃষি কর্মকর্তারা বলেছেন আমরা গত দুই তিন বছর যাবৎ চাষীদের বিনামূল্য সার কীটনাশক এর পাশাপাশি স্থানীয় কৃষকরা যাতে করে পতিত জমি গুলোতে কিভাবে ভুট্রা চাষের মধ্য দিয়ে সাফল্য অর্জন করতে পারে সেই সকল বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার কাজে সহযোগিতা করা হয়েছে যার কারণে অন্য দুই বছরের তুলনায় দুই থেকে তিনগুণ বেশি পরিমাণে জমিতে ভুট্রা চাষের আগ্রহ বেড়েছে স্থানীয় কৃষকদের। তার কারণ অল্প খরচে বেশি ভালো দাম পাওয়া যায় বলে দিন দিন আমরা ভুট্রা চাষে আগ্রহী আর সেই অনুপাতে লাভবান ফসল হিসেবে গণ্য করলে ভুল হবে না বললেন খুলনা ফুলতলা দামোদর গ্রামের কৃষক নির্মল দাস।

সেই ক্ষেত্রে খুলনা জেলার চলতি মৌসুমে ভুট্রা চাষ বেড়েছে গত মৌসুমের চেয়ে এবার বটিয়াঘাটায় ৭১ চালনায় ১৫০ ডুমুরিয়া ৯০ বাগেরহাট জেলায় কচুয়ায় ২২০০ চিতলমারিতে ২০০ হেক্টর জমিতে মোট খুলনা ও বাগেরহাট জেলায় ২৯৫৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেছে যা গেল মৌসুমের তুলনায় প্রায় তিনগুণ বলে কৃষি কর্মকর্তাদের তথ্যসূত্রে জানা গেছে।
তাছাড়া উন্নত জাতের হাইব্রিড এন কে ৪০ সুপার সাইন ২৭৬০ প্যাসিফিক ৯৮৪ জাতের হাইব্রিড ভুট্টা চাষের আগ্রহ বেড়েছে স্থানীয় কৃষকদের । তার কারণ অল্প খরচে বেশি লাভ ভুট্টা চাষে এমনকি কম খরচে ভালো ফলন হয়।
সরে জমিনে খুলনা বাগেরহাট চিতলমারি কচুয়া জেলা বটিয়াঘাটা চালনা ফুলতলা দাকোপের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করে দেখা গেছে প্রতিটা ভুট্রা গাছের মোচা দেখে আগাম অনুমান করা যাচ্ছে কৃষকদের মুখে অফুরন্ত উজ্জ্বল হাসি ফুটবে। তাই কৃষকরা সমস্ত ক্লান্তি ভুলে নিয়মিত ভুট্টা ক্ষেত পরিচর্যা করছে। সময় মতন সেচ সার দিচ্ছে।

কৃষকরা আরও জানায় চলতি বছর ফসলে রোগ বালাই তুলনামূলক কম হওয়াতে ভুট্টার ফলন ভালো হবে তবে বাজারদর ভালো থাকলে লাভবান হবে কৃষকরা আর তাদের শ্রম সার্থক হবে আবার এদিকে বাজারে ভুট্রা বিক্রির অন্যদিকে ভুট্রা গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবে।
ফলে এক ভুট্টা চাষে কৃষকরা ত্রিমুখী লাভ করবেন বলে কৃষি বিভাগ অবগত করেছে। যথাসময়ে বীজ প্রাপ্তি এবং আবহাওয়া অনুকূলে থাকায় কৃষি অফিসের তদারকিতে দিকনির্দেশনা অব্যাহত থাকায় ভুট্রা চাষে কৃষকদের আগ্রহ বেড়েই চলেছে।

তানারা আরো জানিয়েছেন এক বিঘা জমিতে ভুট্টা চাষ করতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয় আর ভালো ফলন হলে ২২ থেকে ২৬ হাজার টাকা বিক্রি করে দ্বিগুণ মুনাফা কৃষকরা ঘরে তুলতে পারবে বলে আশাবাদী তানারা।
এদিকে বটিয়াঘাটা এলাকার কৃষক নিরঞ্জন মিত্র বলেন আমাদের এলাকায় আমন ধান ও তরমুজ চাষ ভালো হলেও গত বছর তুলনামূলক তরমুজে আমরা পরিশ্রমে ফলন ভালো হলেও মোটেও লাভবান হতে পারিনি। উপরন্তু ক্রেতার অভাবে মাঠে পচে নষ্ট হয়েছিল অসংখ্য তরমুজ। সে ক্ষেত্রে এবছর আবহাওয়ার বৈরিতার কারণে আমন ধান নিয়ে আমরা আশঙ্কায় থাকলেও শেষ পর্যন্ত উপরন্ত আমন ধানে ও বাম্পার ফলন পেয়েছি যাতে করে আমাদের সারা বছরের অর্থনৈতিক সংকট কেটে কিছুটা হলেও আলোর মুখ দেখতে সক্ষম হয়েছি।

তবে সেই অনুপাতে আমাদের অনেক পতিত জমি পড়ে থাকে সে সকল জমিকে কাজে লাগিয়ে এবারও ভুট্টা চাষে স্থানীয় চাষীরা আগ্রহী হয়ে ভুট্রা চাষ করেছে। কারণ এক ভুট্রা চাষে আমরা তিন রকমের সুবিধা পাচ্ছি এই ফসল থেকে। এক্ষেত্রে খুলনা জেলাধীন চালনা বাজুয়া এলাকার অধিকাংশ কৃষকরা বলছে ভুট্রা চাষ করে বাড়ির পোষা গরুর খাবার তৈরি হয় এবং জ্বালানি হিসেবে গাছালি গুলো ও কাজে লাগে তাছাড়া ভুট্টা বিক্রি করে তো মূলধন ঘরে সাথে লাভ আসে।

গত বছর ভুট্টা চাষে লাভবান হওয়া কাতিয়ানাংলা গ্রামের কৃষক অমিও বিশ্বাস বলেন আমি ৩৩ শতক জমিতে ভুট্রা চাষ করেছি ভুট্টা চাষে কম খরচে লাভ বেশি হয়। আর কৃষি সম্প্রসারণ অফিস থেকে বীজ সার পেয়েছি এতে করে লাভ আরো বেশি হবে তিনি আরো বলেন বর্তমানে গাছে গাছে ভালো ভুট্টা ধরেছে যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রতিটা ভুট্টা চাষীরা।
গাছ এবং ভুট্টার মোচা দেখে বোঝা যাচ্ছে গত বছরের তুলনায় এবারের ফলন আরো বেশি ভালো হবে।

এদিকে আবার খুলনা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোঃ হাফিজুর রহমান দৈনিক ঢাকার টাইমসকে বলেন গত বছর ফলন ভালো হওয়ায় ভুট্টা চাষে এবার কৃষকদের আগ্রহ বেড়েছে।
তাছাড়া এবার গতবছরের তুলনায় প্রায় ২৯৫ হেক্টর বেশি জমিতে ভুট্রা চাষ হয়েছে। প্রান্তিক পর্যায়ে অনেক কৃষকদের ভুট্রার বীজ সার দেওয়া হয়েছে তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবারও ভালো ফলন হবে বলে আশা করেন এই কৃষি কর্মকর্তা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed