মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজার শহরে ভোক্তা অধিকার আইনে ব্যবসায়িদেরকে জরিমানা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মৌলভীবাজার মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনূর রশীদ চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১১ই ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২ ঘটিকার সময় মৌলভীবাজার মডেল থানার কনফারেন্স হল রুমে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মডেল থানার এসআই রতন কুমার হাওলাদার এর সঞ্চালনায় ও মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারনূর রশীদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম রুমান আহমদ,প্রধান উপদেষ্টা বিশিষ্ট লেখক ও গবেষক ড,আবু তাহের, উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোঃ তাজুদুর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি সুহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক রিপন মিয়া, জেলা শাখার নির্বাহী সদস্য এস. এম মুমিনুল ইসলাম (ফয়সল),এনামুল হক আলম, সালমান আহমদ,মামুন আহমদ মুন্না, রুবেল আহমদ, মো:দেলোয়ার হোসেন প্রমুখ।