শ্রীমঙ্গল প্রতিনিধি:::
হীড বাংলাদেশ নিয়োগ চলছে
শ্রীমঙ্গল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ ইমাম হোসেন সোহেল।
আজ সোমবার (৩০শে জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় প্রেসক্লাবের নির্বাচন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।
প্রেসক্লাবের নির্বাচনে, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী।
শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, কোষাধ্যক্ষ মো: এহসানুল হক, সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহমদ, সহ-সম্পাদক (দপ্তর) মুসলিম চৌধুরী, সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন, কার্যকরী সদস্য মো: শাকির আহমদ, সনেট দেব চৌধুরী, নুর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রাকিব ও আবুজার রহমান বাবলা প্রমুখ।
আলোরদেশ২৪ এর পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।