কমলগঞ্জ প্রতিনিধি::
ঢাবি ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ
কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’
এ প্রতিপাদ্যেকে সামনে নিয়ে আজ মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ইং।
আজ শনিবার (২৯শে অক্টোবর) সকালে কমলগঞ্জ থানার আয়োজনে দিবসটি পালন করা হয়।
এসময়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্য আয়োজিত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্চয় চক্রবর্তী, এসআই নিয়াজ, আমিনুল ইসলাম, মহাদেব বাঁচাল, এএসআই আক্তার,মিজানুর রহমান, সবুজ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্কুল-কলেজের ছাত্র/ছাত্রীসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।