অনলাইন ডেস্ক নিউজ ::
প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: শামীম আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত কাল (২৬শে অক্টোবর) বুধবার রাত প্রায় ৮টা ৩০ মিনিটের সময় উপজেলার মাধবখালি ইউনিয়নের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চার মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
এবিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন তালুকদার বলেন যে, ২০১২ইং সালে করা প্রতারণা ও অর্থ আত্মসাতের একটি মামলায় চার মাসের সাজাপ্রাপ্ত আসামি শামীম আহমেদ।
তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।