1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
বিমানের নিয়োগ পরীক্ষা স্থগিত - আলোরদেশ২৪

বিমানের নিয়োগ পরীক্ষা স্থগিত

  • প্রকাশিত : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৯৭ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ::
বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ১০টি পদে জনবল নিয়োগের জন্য আজ শুক্রবার ২১শে অক্টোবর নির্ধারিত পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছে।

তবে পরীক্ষা শুরুর মাত্র ১ঘণ্টা আগে এ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন চাকরি-প্রার্থীরা। পরে বিকেলে উত্তরায় দুটি পরীক্ষা কেন্দ্রের সামনে বিক্ষোভ করে তারা।


তবে পুলিশ জানিয়েছে যে, সন্ধ্যার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

এঘটনায় নিয়ে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় চাকরি-প্রার্থীদের স্বার্থে ও নিয়োগের স্বচ্ছতার জন্য দ্রুত পরীক্ষা স্থগিত করা হয়।এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তবে চাকরী-প্রার্থীদের মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে পরবর্তী নির্ধারিত তারিখ জানানো হবে।

এবিষয়ে সংশ্লিষ্টরা জানান যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল), জুনিয়র টেইলর কাম আপহোলস্টার, প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এয়ারকন মেকানিক, জুনিয়র

ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল) এবং জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) পদের নিয়োগের জন্য ২১ অক্টোবর শুক্রবার পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

তবে লিখিত পরীক্ষা বিকাল ৩টায় উত্তরার দুইটি স্কুলে হওয়া জন্য স্থান নির্ধারিত ছিল। তবে দুপুর ২টার দিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বিমান। এতে ক্ষুব্ধ হয়ে উত্তরা ৫ নম্বর

সেক্টেরের আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং ৪ নম্বর সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে বিক্ষোভ শুরু করেন নিয়োগ প্রার্থীরা।

এবিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন যে, ‘আমরা পরীক্ষা শুরু হওয়ার আগেই স্থগিত করেছি। দুপুর ২টার সময়ই স্থগিতের ঘোষণা করা হয়েছে

যেহেতু একটা সন্দেহ আছে, তাই এ বিষয়ে তদন্ত চলছে, এর জন্য স্থগিত করা হয়েছে। পরবর্তী পরীক্ষার তারিখ মেসেজ দিয়ে জানানো হবে।

প্রশ্নফাঁসে বিমানের কর্মী জড়িত কিনা জানতে চাইলে বিমানের এমডি বলেন যে, আমি ঠিক জানি না এখনও। তবপ গোয়েন্দা তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed