কমলগঞ্জ প্রতিনিধি।।
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ পুলিশ মৌলভীবাজারের কমলগঞ্জ থানার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
আজ ২৫শে জুন শনিবার বিকালে কমলগঞ্জ থানা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা কমলগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার নগর পিতা জুয়েল আহমেদ।
আলোচনায় অংশ নেন আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।