ভারতে হিজাব নিয়ে বিতর্ক থাকা অবস্থায় কূর্ণাটকে কলেজ খুলার অহবান
কমলগঞ্জ প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে বিকাল চারঘটিকার সময় সম্মিলিত তাওহিদী জনতার ব্যানারে ভারতের নুপুর শর্মা, নবিন কুমার জিন্দাল ও ইসলাম বিরুদ্ধিদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়।
আজ ১১ই জুন বিকাল চার ঘটিকার সময় ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের পাশে বিক্ষোভ সমাবেশ করেন ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমানেরা।
সমাবেশে বক্ততারা বলেন যে, স্বাধীনতা মুল নায়ক হাজার বছরে শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান একজ ধর্মপ্রাণ মুসলমান ছিলেন তিনি ভারতের কথা অমান্য করে ওআইসির সদস্য হন।
কিন্তু দুঃখের বিষয় বর্তান সরকার শেখ মুজিবুর রহমান এর দেখানো পথ থেকে সরে গেছে।
সমাবেশ শেষে রেলওয়ে মসজিদে আছরে নামাজ পড়ে। ভানুগাছ বাজার সকল মসজিদের মুসল্লীগন রেলওয়ে মসজিদ সামনে মিলিত হন।
পরে রেলওয়ে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভানুগাছ বাজারের সকল সড়ক প্রদিক্ষণ করে চৌমুহনীতে আবার পথসভা হয়।
পথসভায় অংশগ্রহণ করেন হাজারও ধর্মপ্রাণ মুসলমানরা।
এসময়ে বক্তব্য রাখের বিভিন্ন মসজিদের ইমাম, রাজনৈতিক দলের নেতারাসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিত্বরা। বক্তব্য চলাকালিন সময় রাস্তার দু’দিকে গাড়ির বহর জমে। বক্তব্য শেষে দেশও সরকারের এবং মুসলিম জাহানের সকল মানুষের জন্য দোয়া করা হয়।