অনলাইন ডেস্ক নিউজ।।
প্রেমিকসহ স্ত্রীকে পুলিশের হাতে সোপর্দ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একদল শিক্ষার্থী।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন প্রেমে প্রতারণা ও আত্মহত্যার প্রবণতা রোধে আইন প্রণয়নের জন্য।
‘প্রেম করে প্রতারণা চলবে না, চলবে না’ এই স্লোগানকে সামনে রেখে তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিল শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
(২৬শে মে) বৃহস্পতিবার দুপুর ১২টায় সময় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মূল ফটকের সামনে এসে মিছিল শেষ হয়।
শিক্ষার্থীদের ব্যানারজুড়ে লেখা ছিল, ‘শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা রোধ, প্রতারণার হাত থেকে রক্ষা এবং মানসিক স্বাস্থ্যের ওপর নজর দিয়ে আইন প্রণয়ন প্রসঙ্গে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।’
তবে সমাবেশে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের ছাত্র রবিউল মাসুদ বলেন যে, বর্তমান সময়ে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোয় একের পর এক শিক্ষার্থীরা আত্মহত্যার ঘটছে। বেশির ভাগ ক্ষেত্রেই এর পেছনে দেখা/জানাযায় যে, প্রেম/ভালবাসার সম্পর্ককে কেন্দ্র করে প্রতারণাই প্রধান কারণ। এ ছাড়াও সম্পর্ক ভেঙে যাওয়ায় মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন অনেক শিক্ষার্থীরা।
এতে সমাবেশে অংশ নেওয়া অন্য শিক্ষার্থীদের পক্ষে তিনি বলেন যে, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আন্তরিক। কিন্তু বর্তমান সময়ে মহামারিতে ধারন করেছে প্রেমের প্রতারণার বিষয়টি। এ ক্ষেত্রে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর ব্যাপারে এমন কোন অভিযোগ উঠলে বিষয়টি অবশ্যই প্রশাসনে খতিয়ে দেখা উচিত। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। আমরা আগামী রোববার এ ব্যাপারে ভিসি স্যারের সঙ্গে কথা বলব এবং আমাদের দাবি শুলো স্মারকলিপি আকারে জমা দেব।
তবে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোত্তালেব হোসেন বলেন যে, উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যথেষ্ট পরিণত। তারা যখন প্রেম করে তখন বিভিন্ন প্রত্যাশা ও বিয়ে করার আশা নিয়েই প্রেমের সম্পর্কে জড়ায়। পরে যখন দেখে ছেলে ভালো চাকরি করতে পারে না কিংবা মেয়ের সঙ্গে বনিবনা হয় না, তখন পরিবারের কথা বলে সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়। এর পরে শিক্ষার্থীরাও হতাশাগ্রস্ত হয়ে যায়, এমনকি আত্মহত্যার পথও বেছে নেয় তারা। ইতোমধ্যে আমরা সামাজিক যোাগাযোগমাধ্যমে এমন অনেক খবর পেয়েছি। তবে আমাদের ক্যাম্পাসেও এমন ঘটনা ঘটেছে।
ঠিক কতজন শিক্ষার্থী প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছেন? এ প্রশ্ন করা হলে সমাবেশে যোগ দেয়া শিক্ষার্থীরা জানান যে, তাদের কাছে এর কোনো পরিসংখ্যান নেই। তবে তাদের ধারণা, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া অনেকে ছত্র/ছাত্রী এ কারণে আত্মহত্যা করেছে।
শিক্ষার্থীদের এ সমাবেশের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম বলেন যে, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার ব্যাপারে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে আমাদের শিক্ষকরা কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে ভিসি স্যারও যথেষ্ট আন্তরিক।
আজ এ মিছিল ও সমাবেশ করা শিক্ষার্থীদের আসলে কোন ধরনের সহযোগিতা চায় তার, তা তাদের স্মারকলিপি হাতে পাওয়ার পরই বলা যাবে।
তবে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন চিরকুমার সংঘ ববি, ববি পুরুষ উন্নয়ন সংঘের সভাপতি,সাধারণ সম্পাদক প্রমুখ।