কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত
কমলগঞ্জ প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা মঙ্গলবার (১৫ই মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ইং অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় অংশ নেন জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, মাধবপুর ইউপি চেয়ারম্যান মোঃ আসিদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম, মাহবুবুল আলম ভূঁঞা, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন্নাহার পারভীন, উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলী, সাংবাদিক শাব্বির এলাহী, সাংবাদিক শাহীন আহমেদ প্রমুখ।