ডেস্ক নিউজ।।
ভারতে বাংলাদেশি নায়িকাদের জনপ্রিয়তা বেশি
আজ রবিবার (১৩ই ফেব্রুয়ারী) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির কাছে ফলাফল হস্তান্তর করেন।
গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
বরাবরের মতো এবারও মোবাইলে এবং ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।
সাধারণ শিক্ষা বোর্ডেরে ফল মোবাইলে পেতে- HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর আবার স্পেস দিয়ে সাল লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পাওয়া যাবে ফল।
উদাহরণ হলোঃ- HSC DHA 123456 2021 লিখে করে এসএমএস দিন 16222 নম্বরে।
মাদ্রাসা বোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে সাল লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।