কমলগঞ্জ প্রতিনিধি।।
কমলগঞ্জে করোনা সংক্রামণ ওমিক্রন ভেরিয়েন্টের উর্ধ্ব গতি বৃদ্ধি পাওয়ায় জনসাধারণ সরকারি নির্দেশনা অমান্য করায় তাদেরকে জরিমানা করা হয়।
মুখে মাস্ক পরিধান না করে রাস্তা ঘাটে বা বাজারে অবস্থান করায়।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার ও মুন্সিবাজারের বিভিন্ন সড়কে পথচারীদের সতর্ক ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩১ টি মামলায় ৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ সোমবার ২৪শে জানুয়ারি দুপুর ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তারের নেতৃত্বে উপজেলার ভানুগাছ বাজার ও মুন্সিবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার বলেন, অধিকাংশ জায়গায় স্বাস্থ্য সচেতনতায় মানুষের মধ্যে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। বেশীরভাগ মানুষ নানা অজুহাতে মাস্ক ব্যবহার করছেন না। আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। করোনা সুরক্ষায় দেয়া হচ্ছে নানা দিক-নির্দেশনা। করোনা সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টি না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন তারা।