মোঃ মহিউদ্দিন খাঁন,
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণীর কর্মচারী রাধা গোবিন্দ পালের আর্তকিত হামলায় উপজেলা যুবলীগের সদস্য জহিরুল আলম নান্নু গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় হামলাকারী রাধা গোবিন্দ পালকে হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ।
সোমবার(১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হামলার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান যে, আজ দুপুর ২টার দিকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চতুর্থ শ্রেণীর কর্মচারী রাধা গোবিন্দ পালের সাথে কথা কাটাকাটি হয় উপজেলা যুবলীগের সদস্য জহিরুল আলম নান্নুর।
এক পর্যায়ে রাধা গোবিন্দ পাল উত্তেজিত হয়ে নান্নুর উপর অতর্কিত হামলা করলে নান্নু গুরুতর আহত হয়। উপস্থিত স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ ও পরে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় যুবলীগ নেতাকর্মীদের মাঝে খোব ও উত্তেজনা দেখা দেয়।
এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হাসপাতাল থেকে রাধা গোবিন্দ পালকে আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। কমলগঞ্জ থানার ওসি(তদন্ত)সোহেল রানা বিষয় নিশ্চিত করেন।