জেলা প্রশাসন, মৌলভীবাজার এবং মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ৫০ টি অক্সিজেন সিলিন্ডার ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে হস্তান্তর।শহিদুল ইসলাম মৌলভীবাজার প্রতিনিধি।।জেলা প্রশাসন, মৌলভীবাজার এবং মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ৫০ টি অক্সিজেন সিলিন্ডার ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে হস্তান্তর।
আজ ২৯ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ জেলা প্রশাসন, মৌলভীবাজার ও মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহম্মদ শামস-উল ইসলামের ব্যক্তিগত সহযোগিতায় আবুল খায়ের গ্রুপ কোম্পানি লিমিটেডের সৌজন্যে ৫০ (পঞ্চাশ) টি অক্সিজেন সিলিন্ডার ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান এবং মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব ফজলুর রহমান এ সকল সিলিন্ডার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়ক ডাক্তার পার্থ সারথি দত্ত কানোননগো এর নিকট হস্তান্তর করেন।