কমলগঞ্জ,মৌলভীবাজার প্রতিনিধি মহিউদ্দিন খান।।
মৌলভীবাজারে কমলগঞ্জের শমসেরনগর ইউপির সতিঝিরগ্রামের ৩ কৃষকের দেড় একর জমির ধান কেটে দিল উপজেলা যুবলীগ। আজ বুধবার ২৮শে এপ্রিল বেলা ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার যুবলীগের আহবায়ক পৌর মেয়র জুয়েল আহমেদ এর নেতৃত্বে যুবলীগের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীরা ৩ কৃষকের জমির ধান কেটে গাড়ি দিয়ে বাড়িতে পৌঁছে দেন। ধান কাটা কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ রেজাউল রহমান সুমন। এরআগেও গত সাপ্তাহে পৌর এলাকার খুশালপুর গ্রামের ৩ কৃষকের এক একর জমির ধান কেটে দিয়েছিল কমলগঞ্জ উপজেলা যুবলীগ।