শাহ মোঃ মোতাহির আলী কমলগঞ্জ প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল (২৬শে ফেব্রুয়ারী) টিলাগাঁও ইউনিয়নের বাংলাবাজার, বিজলী মাহফিল থেকে রাত প্রায় ২টার দিকে ফেরার পথে মাধবপুর নোয়াগাঁও মাদরাসা’র প্রিন্সিপাল মাওলানা নুরুল মুত্তাকীন জুনাইদ (ছাহেবজাদায়ে মাধবপুরী) সাহেবের উপর একদল ডাকাত অতর্কিত ভাবে হামলা চালায়। টিলাগাঁও বাজার থেকে লালবাগ খেলার মাঠের দিকে আসার পথে ছোট্ট একটি ব্রীজের পাশেই তারা অবস্থান করে।
রাস্তায় বড় বড় বাঁশের আঁটি ফেলে রাস্তা ব্লক করে তারা এ আক্রমণ চালায়। দেশীয় অস্ত্রসহ, লাঠি দিয়ে গাড়ি ভাংচুর করে দামি মোবাইল ফোন সহ কয়েক হাজার টাকা নিয়ে নেয়। আরো জানা যায়, সেই মুহূর্তে আরো একটি যাত্রীবাহী বাসেও তারা হামলা করে বাস ভাংচুর করে। এতে করে বেশ কয়েকজন যাত্রী আহতও হয়েছেন।
উল্লেখ্য, কিছুক্ষণ পর টহলরত পুলিশ সেখানে উপস্থিত হলেও ডাকাতদল সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। স্থানীয় লোকদের অভিযোগ এই স্থানে এর আগেও বেশ কয়েকবার ডাকাতি হামলা, লুটপাট ও গাড়ি ভাংচুরের মত ঘটনা ঘটেছে। এতে করে এই রাস্তা দিয়ে গভীর রাতে যানবাহন চলাচলে যাত্রীদের মধ্যে ভয়ভীতি কাজ করছে। সাধারণ মানুষ আতংকিত।