রাসেল আহমদ, (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।।
ভয়কে জয় করে করোনার টিকা নিতে হাসপাতালে মানুষের ভিড়। করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরুর প্রথম তিন দিনের তুলনায় চতুর্থ দিন (বুধবার) গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিগুণ বেশি টিকা নিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
টিকাদানের চতুর্থ দিন ৩২৫ জন টিকা গ্রহণ করেছেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত দুইটি বুথে চলে টিকাদান।
বুধবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী, পল্লী বিদ্যুৎতের ডিজিএম মামুনুর রশীদ, গোলাপগঞ্জ মডেল থানার কয়েকজন পুলিশ, ডাক্তারসহ সরকারি-বেসরকারি চাকুরীজীবীরা।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় এ পর্যন্ত করোনার টিকা গ্রহণ করেছেন ৪শ ৭৩জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার ৮শত ৪২ ডোজ করোনার ভ্যাকসিন এসেছে।