1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সমাজকর্মীদের সাথে আমাদের প্রত্যাশা শীর্ষক মত বিনিময় সভা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দেব বললেন ডা. শফিকুর রহমান কমলগঞ্জে শীতার্তদের পাশে মানবিক পুলিশ ছিদ্দিকুর   কমলগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু! অতি বিপন্ন প্রজাতির ৬টি হলুদ কচ্ছপ ট্রান্সমিটার সংযুক্ত করে লাউয়াছড়া বনে অবমুক্ত চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি শুরু কমলগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কমলগঞ্জে মহান বিজয় দিবসে কুচকাওয়াজ ও বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জেল থেকে মুক্তির পর জেলগেট থেকে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান বদরুল কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন কমলগঞ্জে লাউয়াছড়ায় বনে বগি রেখেই চলে গেলো ট্রেন

সমাজকর্মীদের সাথে আমাদের প্রত্যাশা শীর্ষক মত বিনিময় সভা

  • প্রকাশিত : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৮৬৫ বার দেখা হয়েছে

ই.আ.রাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।


সেচ্ছাসেবী ও সমাজকর্মীদের সাথে মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহ্বাজ ফজলুর রহমান এর সাথে আগামীর মৌলভীবাজার পৌরসভা ও আমাদের প্রত্যাশা শীর্ষক মত বিনিময় সভা ১৮ই জানুয়ারী ২০২১ ইং রোজ সোমবার সকাল ১১:০০ ঘটিকায় পৌর কনফারেন্স হলে শেখ বোরহান উদ্দিন ইসলামি সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিতে ও কালের কন্ঠ শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক তাকবীর হোসাইন মান্নার সন্চালনায় অনুষ্ঠিত হয় ।
এসময় জেলার প্রায় ৫০ টি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সেচ্ছাসেবী ও সমাজকর্মীদের মধ্যে উপস্হিত ছিলেন রাশেদা বেগম,মেহেদী হাসান ,জুবায়ের আলী আহমদ, শাহ নেওয়াজ চৌধুরী সুমন,কামরুল হোসেন মুন্না ,দুলাল হোসেন জুমান,বোরহান উদ্দিন রুপক,শেখ কামরুল হাসান, সিরাজুল হাসান, ডা: রাহেল আহমদ, লোভন আহমেদ, হোসাইন আহমেদ ইমরান, রহমান মামুন, ম্যাজিক মোহন, এম হাবিবুর রহমান ,জলি তালুকদার, সোহান হোসাইন হেলাল,সাব্বির আহমদ তপু,এম জুনেদ আহমদ,নাঈম তালুকদার,খালেদ আহমেদ,রাম নাইডু,রাজন আহমেদ,হায়দর আলী নয়ন, আরিফ হোসেন,সোহেল আহমদ,সুমন আহমদ,তোফায়েল আহমদ,তারেক আহমদ,সাহেদ আহমদ,মামুন তরফদার,মো:মাসুক আহমদ ,ওমর ফারুক জুয়েল, মাহবুবুর রহমান অপু,আশফাক চৌধুরী সাব্বির,রনি আহমেদ, মোনাইদ আহমদ মুন্না,কে এম শাহজানুর রহমান,ইমরান আহমদ,কামরুল ইসলাম তপু,আল হাদি,ফয়জুর রহমান রাজু,শীতন চন্দ্র,,প্রমূখ ।

সেচ্ছাসেবী ও সমাজকর্মীদের পক্ষ থেকে যেসব দাবী উত্থাপন করা হয়
আমাদের দাবিগুলো নিম্নরূপঃ-

১. পৌর সভার আওতাদীন প্রতিটি ওয়ার্ডে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের ব্যাবস্থা নিশ্চিতকরণ।

২. কুদালী ছড়াকে আধুনিকীকরণের মাধ্যমে ভোর বেলা ও বৈকালিক পথচলার উপযুক্ত করার প্রকল্পের বাস্তবায়ন।

৩. পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে বৈদ্যুতিক-টেলিফোন তার এবং বিভিন্ন ধরনের ইন্টারনেট-ডিস লাইন ক্যাবল ভূগর্বে স্থানান্তর।

৪. পৌরসভার প্রতিটি ওয়ার্ডের রাতের সৌন্দর্য বৃদ্ধিতে প্রতিটি রাস্তায় ল্যাম্পপোস্ট স্থাপন করা।

৫. প্লাস্টিক পাইপের মাধ্যমে শহরের সব কয়টি ড্রেন কে ভূগর্ভে স্থাপন করা।

৬. বেরি লেইকে একটি সুনির্দিষ্ট শিশু পার্ক নির্মাণ এবং পাখিদের বসবাস উপযোগী করার ব্যাবস্থা করা।

৭. শহরের পরিচ্ছন্নতা বৃদ্ধিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেটের ব্যাবস্থা করা।

৮. পৌরসভার প্রতিটা ওয়ার্ডের অলিগলিতে যেসব রাস্থা এখনো অনেক ছোট সেগুলোকে প্রশস্ত করণের ব্যাবস্থা করা।

৯. ইভটিজিং এবং কিশোর গ্যাং রুধে একটি পরিকল্পিত সেল গঠন করা।

১০. মাধক সেবন এবং বিক্রির সাথে জড়িত প্রতিটি কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান এবং এসব প্রতিরোধে কমিটি গঠন করা।

১১.পৌরসভার অধিনে যেসকল সরকারি সুবিধা দেয়া হয় সেগুলো যেনো দ্রুতগতিতে অতি সহজেই পৌরবাসীকে প্রদান করা হয় ।

১২.পৌরসভার ভেতরে নির্দিষ্ট একটা অভিযোগ বা পরামর্শ বক্স থাকবে জনসাধারণের জন্য।

১৩.বেকারত্ব দূর করণে ছেলে ও মেয়েদের কে আলাদা আলাদা ভাবে প্রশিক্ষনের ব্যবস্হা করে দেয়া ।

এসময় প্রধান অতিথির বক্তব্য মেয়র ফজলুর রহমান সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মহান আল্লাহর দয়ায় ও আপনাদের সকলের সহযোগীতায় আমি যদি আবারো নির্বাচিত হই তাহলে সকলকে নিয়ে পরামর্শ করে আপনাদের দাবীগুলো সহ অন্যান্যদের সাথে পরামর্শ করে মৌলভীবাজার পৌরসভাকে একটি মডেল পৌরসভায় পরিণত করতে কাজ করে যাবো ইনশাআল্লাহ ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed