1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে পৌরসভার সাথে ইউপি নির্বাচনে মাঠ গরম - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দেব বললেন ডা. শফিকুর রহমান কমলগঞ্জে শীতার্তদের পাশে মানবিক পুলিশ ছিদ্দিকুর   কমলগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু! অতি বিপন্ন প্রজাতির ৬টি হলুদ কচ্ছপ ট্রান্সমিটার সংযুক্ত করে লাউয়াছড়া বনে অবমুক্ত চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি শুরু কমলগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কমলগঞ্জে মহান বিজয় দিবসে কুচকাওয়াজ ও বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জেল থেকে মুক্তির পর জেলগেট থেকে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান বদরুল কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন কমলগঞ্জে লাউয়াছড়ায় বনে বগি রেখেই চলে গেলো ট্রেন

কমলগঞ্জে পৌরসভার সাথে ইউপি নির্বাচনে মাঠ গরম

  • প্রকাশিত : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৮৫৫ বার দেখা হয়েছে

মোঃ মহিউদ্দীন খাঁন স্টাফ রিপোর্টার।। কমলগঞ্জ পৌরসভা সাথেও ইউপি নির্বাচন নিয়ে মাঠ গরম নয়টি ইউনিয়নে র সর্বত্র।
এভাবেই ব্যানার লাগিয়ে চলছে ইউপি নির্বাচনের প্রচারণা
এভাবেই ব্যানার লাগিয়ে চলছে ইউপি নির্বাচনের প্রচারণা

পৌরসভা নয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে গরম মাঠ। মৌলভীবাজারের কমলগঞ্জে পৌরসভা নির্বাচনের ডামাডোলের মধ্যেই শুরু হয়ে গেছে ইউনিয়ন নির্বাচনের প্রচারণা।
সারাদেশের দুই শতাধিক পৌরসভায় কয়েক ধাপে ভোট নেবে নির্বাচন কমিশন। আগামী ২৮ শে ডিসেম্বর ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে এবারের নির্বাচন।

এরই মধ্যে ঘোষণা করা হয়েছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচনের তফসিল। ফলে এই সকল ধাপে অনুষ্ঠিতব্য পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা ব্যস্ত সময় পার করেছেন। কিন্তু মৌলভীবাজারের কমলগঞ্জে পৌর নির্বাচনের চেয়ে ইউপি নির্বাচন নিয়ে মাঠ গরম।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পৌর নির্বাচন শেষে আগামী বছরের মার্চ থেকে ইউনিয়ন নির্বাচনের প্রস্তুতি নেবে তারা। সেক্ষেত্রে পঞ্চম ধাপে আগামী জুনে অনুষ্ঠিত হতে পারে কমলগঞ্জ উপজেলার ৯ ইউনিয়নের নির্বাচন। অর্থাৎ ইউনিয়ন নির্বাচনের বাকি এখনো প্রায় ৭ মাস।

এদিকে কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা ব্যানার, পোষ্টার ও ফেস্টুন লাগিয়ে প্রচারণায় সরগরম রয়েছেন।

সম্প্রতি শমশেরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে- সড়ক মোড়ে, দেয়ালে বিশাল আকৃতির ব্যানার লাগানো রয়েছে চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের ছবিসহ। গাছে গাছে লাগানো হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নাম সম্বলিত ফেস্টুন।

শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা অব্যাহত রেখেছেন তাদের প্রচারণা। ইউনিয়নের হাট-বাজার, চায়ের দোকানে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নিয়ে চলে ব্যাপক আলোচনা।

প্রার্থীরা তাদের সমর্র্থকদের নিয়ে গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে গণসংযোগ করে দোয়া ও আশীর্বাদ চাইছেন।

সরেজমিন দেখা যায় বর্তমান চেয়ারম্যানপ্রার্থী তার সময়কালের বিভিন্ন উন্নয়নের কাজ ও ত্রাণ তৎপরতার ছবি দিয়ে বড় ব্যানার লাগিয়েছেন। আবার চেয়ারম্যান হলে কি কি উন্নয়ন করবেন তারও প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ ভোটারদের।

চেয়ারম্যান পদে প্রচারণায় ব্যস্ত রয়েছেন আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ, উপজেলা যুবলীগ নেতা ও শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিক বাবুল, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, আওয়ামী যুবলীগ ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য ও এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয় কমিটির সাবেক সভাপতি এ বি এম আরিফুজ্জামান।

বিএনপির প্রার্থী হিসেবে প্রচারনায় ব্যস্ত রয়েছেন আহমেদুর রহমান ও স্বতন্ত্র হিসেবে বিএনপি ঘরানার সৈয়দ ইশতিয়াক উদ্দীন।

নির্বাচনী প্রচারণার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠেছে শমশেরনগর স্টেশন এলাকা ও মোকামবাজার এলাকা। প্রতিদিন সন্ধ্যার পর এ দুুটি স্থানে যেভাবে আলোচনা শুরু হয় মনে হয় দুইদিন পরই ইউনিয়ন নির্বাচন।

তবে আলোচনার মূল বিষয়ে রয়েছে শমশেরনগর ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী কে হবেন তা নিয়ে? ৪ জন প্রার্থীই দলীয় প্রতীক নৌকার জন্য আবেদন করবেন।

বর্তমান চেয়ারম্যান মো. জুয়েল আহমদ বলেন, তিনি দলীয় প্রতীক নৌকা নিয়ে টানা দুইবারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আবারও তিনি দলীয় প্রতীক চাইবেন।

নির্বাচনের প্রায় ৭ মাস আগে এ ধরণের প্রচারণা সম্পর্কে তিনি বলেন, তার অনুসারী ও সমর্থকরা এসব ব্যানার, ফেস্টুন ও পোষ্টার লাগিয়েছেন।

নৌকা প্রতীকের দাবিদার আব্দুল মালিক বাবুল বলেন, তিনি দলীয় প্রার্থীর দাবি রাখেন। এখনও যে সব ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগানো হয়েছে তা অনুসারী ও সমর্থকরা লাগিয়েছেন।

সাবেক চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থী আব্দুর গফুর বলেন, তিনিও দলীয় প্রার্থীতা চাইবেন। তিনি নিয়মিত গণ সংযোগ করার সত্যতাও নিশ্চিত করেন।

আরেক সম্ভাব্য প্রার্থী এ বি এম আরিফুজ্জামান বলেন, তিনিও দলীয় প্রতীকের দাবিদার। দেখা যাক দল কি করে। তবে প্রচারণায় ব্যস্ত রয়েছেন।

এ ব্যাপারে বিএনপির সম্ভাব্য প্রার্থী আহমেদুর রহমান বলেন, তিনি বিএনপির একমাত্র দলীয় প্রার্থী। গত নির্বাচনে প্রতিদ্বন্ধিতায় ছিলেন। এখনও প্রচারণায় আছেন। তিনি মনে করেন সুষ্ঠু নির্বাচন হলে তিনি শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবে।

সহকারি রিটার্নিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন যে, এখনও ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফশিল ঘোষণা হয়নি। শমশেরনগর ইউনিয়নের নির্বাচনী ব্যানার, ফেস্টু ও পোস্টারের কথা শুনেছেন। খোঁজ নিয়ে জানা গেছে প্রার্থীদের অনুসারী ও সমর্থকরা দোয়া ও দাবি জানিয়ে এসব ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়েছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed