কমলগঞ্জ প্রতিনিধি::
বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১দফা ও জনসম্পৃক্তি কর্মসূচি নিয়ে উঠান বৈঠক শুরু হয়েছে।
(১৬ এপ্রিল ২০২৫) বুধবার রাত বাদ এশা কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এ বৈঠক হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি খারিক মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক লুৎফুর রহমান আজমল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা কনাই মিয়া, নাজিম উদ্দীন সহ ৪নং ওয়ার্ড যুবদল কৃষকদল নেতাকর্মী।
এটি বিএনপির নজরুল ইসলাম এর নির্বাচনী এলাকা তিনি ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী । তিনি ৯নং ইসলামপুর বিএনপির সভাপতি। ইসলামপুর ইউনিয়নে ২য় বৈঠক করেন নজরুল। আগামীতে ইসলামপুর ইউনিয়নের বাকী ৭ওয়ার্ডে উঠান বৈঠক হবে।
এ সব বৈঠকে দেশ গঠনে বিএনপির আগামী দিনের কর্মসূচি এবং দলের নেতৃত্বে কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে তার একটি চিত্র তুলে ধরা হচ্ছে।
নজরুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একেবারেই প্রান্তিক জনগণকে বিএনপির কর্মসূচি সম্পর্কে অবহিত ও জনমত গঠনের লক্ষ্যে এই কর্মসূচি শুরু হয়েছে। তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষের বাড়ির উঠানে গিয়ে এই বৈঠক করা হচ্ছে। এতে উল্লেখযোগ্য সংখ্যালঘুও অংশ নিচ্ছেন। এটা জনসম্পৃক্তির কর্মসূচির ছিলো।
এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহীন মাহমুদ, ইউনিয়ন বিএনপির সদস্য ফুরুক মিয়া সহ আরও অনান্যরা।