1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে ভাড়াটিয়া উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে কর্ণেল সালেহ (অবঃ) আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে কমলগঞ্জ শমশেরনগর হাসপাতালে স্কুল শিক্ষার্থীদের ফার্স্ট এইড ও স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণ ইসলামপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক কমলগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ২০ লক্ষ টাকার ক্ষতি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত করা হয় কমলগঞ্জে অবৈধ বালু পরিবহনের দায়ে কারাদন্ড ও জরিমানা কমলগঞ্জে (অব:) সেনাবাহিনীর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা কমলগঞ্জে ভাড়াটিয়া উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫ কমলগঞ্জে বৃষ্টির জন্য নামাজ-দোয়া

কমলগঞ্জে ভাড়াটিয়া উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে দোকান ভাড়াটিয়া উচ্ছেদ করাকে কেন্দ্র করে   ওতর্কিত হামলায় ভাড়াটিয়ার পরিবারসহ ১৩ জন আহত হয়েছে। দুই পক্ষ থানায় অভিযোগ দিলেও  মামলা রেকর্ড হয়নি। এলাকার টান উত্তেজনা বিরাজ করছে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা। 

গত রবিবার (৬ এপ্রিল) উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছ। আহতদের মধ্যে মুকিদ মিয়া (২২), ছোবহান মিয়া (২৫), সাইফুর মিয়া (২৮), ফজিজুন বেগম (৪০), শেফালী বেগম (৪৫), মিলাদ মিয়া (২৩), সন্ধান মিয়া (৫০)  সবাইকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

 থানায় লিখিত অভিযোগে অভিযুক্তরা হলেন – উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে আব্দুল মতিন (৬০), জুয়েল মিয়া (৩৫), রাসেল মিয়া (৩৪), রশিদ মিয়া (৫০), মন্নান মিয়া (৬০), ময়ুরী বেগম (৫০)।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জমি  সংক্রান্ত বিষয় নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল।  অভিযুক্ত আব্দুল মতিন মিয়ার পরিবারের সাথে রকিব মিয়ার। প্রায় ৪ বছর পূর্বে জায়গা জোরপূর্বক দখল করে বাজারে একটি মার্কেট  তৈরী করেন আব্দুল মতিন। সেই দখলকৃত জায়গায় ভাড়া নিয়ে পোল্ট্রির ব্যবসা করে আসছে মুকেদ মিয়া। গত শনিবার রাতে দোকান ছাড়ার কথা বলা হয় মুকেদ মিয়াকে। কিন্তু কিছুদিন দোকান খুলা রেখে বকেয়া টাকা বদায় করার জন্য কিছুদিন সময় চায় মুকেদ মিয়া। তাহার এই প্রস্তাবে রাজি হয় আব্দুল মতিন। কিন্তু মতিনের বাতিজা রশিদ দোকানের তালা ভাঙ্গার কারণে উত্তেজনা দেখাদেয় রাত সাড়ে ৯টার দিকে  হামলার ঘটনা ঘটে। এতে করে অভিযোগকারী রকিব মিয়ার পরিবারের ৭জন আহত হয়। এসময় আহতদের আত্মচিৎকারে এলাকাবাসী সংঘর্ষ টেকাতে আসলে ব্যবসায়ী ৬জন সহ মোট ১৩ জন গুরুত্বর আহত হয়। তারা সবাই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে । তাদের মধ্যে গুরুত্বর আহত রকিব মিয়র পরিবারের ৭জন কে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করলে তারা সবাই ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

জাঙ্গালীয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আব্দুল আজিম জানান, দোকান কোটার ভাড়াটিয়ার ঘর ছাড়ার বিষয়টি নিয়ে মো. আব্দুল মতিনের সাথে আলাপ করে পরদিন সমাধান করে দেওয়ার কথা বলে রাতেই ব্যবসায়ীদের পক্ষে দোকান কোটায় তালা মারা হয়। আমরা তালা দেওয়ার পর রশিদ মিয়া এসে তালা ভেঙ্গে ফেলে। এসময় খবর পেয়ে তালা ভাঙ্গার ব্যাপারে জানতে চাইলে রশিদ, মতিন, জুয়েল, রাসেল মিয়া, মন্নান মিয়া ও ময়ুরী বেগম দা ও লাটিসোটা নিয়ে আর্তকিত ভাবে হামলা চালায়। হামলায় রকিব মিয়া ও পরিবারের লোকজন গুরুত্বর আহত হয়। এদিকে হামলাকারীদের ঠেকাতে গিয়ে বাজারে আগত কয়েকজন আহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণের  মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন সহিংস ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত প্রশাসনের  হস্তক্ষেপ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

থানায় করা অভিযোগকারী রকিব মিয়া জানান, আমাদের পরিবারের ৭ জন পুরুষ ও মহিলা গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছি। প্রশাসন যেন দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।’

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মতিন মিয়ার ছেলে জুয়েল মিয়া বলেন, ‘রকিবকে দোকান কোটা ছাড়ার জন্য এক মাস আগে বলা হলেও সে দোকান ছাড়তে টালবাহানা করতে থাকে। এই ঘটনার সাথে আমাদের কেউ জড়িত নয়। আমার চাচাতো ভাই রশিদ মিয়া তালা ভাঙ্গার পর তৃতীয় কোন পক্ষ ফায়দা হাসিলের জন্য এই হামলার ঘটনা ঘটিয়েছে এবং হামলায় আমাদের পরিবারের ২ জন আহত হয়েছে।’

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

কমলগঞ্জ থানার ওসি তদন্ত শামীম আকনজি বলেন, ঘটনায় উভয়পক্ষই থানায় অভিযোগ দিয়েছে, তদন্ত ক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed