1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের ঈদ আনন্দ আড্ডা - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
দুঃসময়ের কান্ডারি মোশারফ হোসেনকে নিয়ে স্বপ্ন বুনছেন নির্যাতিত নেতাকর্মীরা কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের ঈদ আনন্দ আড্ডা কবি সাইফুল্লাহ রহমান লেখা ” আমার বাবা মো. বজলুর রহমান ” গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন  কমলগঞ্জে মারামারি জেরে বাড়িতে হামলা কমলগঞ্জে ছেলের মৃত্যুর ৭ ঘন্টা পর মায়ের মৃত্যু কমলগঞ্জে মেধার বিকাশে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ইসলামপুরের যুব সমাজের পাশে দাড়ালেন বৈষম্য বিরোধী নেতা মোশারফ কমলগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে আনন্দ শুভাযাত্রা কমলগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের চৌমুহনী মসজিদে পুরুষ্কার বিতরণ কমলগঞ্জের উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের ঈদ আনন্দ আড্ডা

  • প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি ;

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এ ঈদ হলো মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব।
ঈদ পরবর্তী কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের ঈদ  আড্ডা  অনুষ্ঠিত হয় ।

ঈদ মানে ছুটি। কিছু পেশা আছে, যেখানে ছুটি নেই। ঈদে তাদের কর্মব্যস্ততা আরো বাড়ে। ঈদে  পুলিশ, চিকিৎসক, সংবাদকর্মীসহ জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের দায়িত্ব যেন আরো বাড়ে ঈদের দিনে। সংবাদমাধ্যমের কর্মীরা ঈদের সময়ে আগের চেয়ে বেশি ব্যস্ত থাকেন সংবাদ সংগ্রহ, সম্পাদনা প্রভৃতি কাজে। ঈদের বাজার, ঈদযাত্রা ও মানুষের ঈদ উদযাপনের তথ্য ও চিত্র তুলে ধরতে নিরলস কাজ করতে হয় সংবাদকর্মীদের। অন্য মানুষের ঈদ উদযাপনের চিত্র তুলে ধরতে গিয়ে নিজেদের আনন্দ-বেদনার কথাও যেন ভুলে যান সাংবাদিকরা।

ঈদের চতুর্থ দিন (০৩ এপ্রিল) বৃহস্পতিবার  বিকালে কমলগঞ্জ প্রেসক্লাবে জমে উঠে হাসি,আনন্দে গজল,কৌতুক, গল্প, কবিতা আর গানে গানে মেতে উঠেন সাংবাদিকরা আপন মনে, গেয়ে উঠেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা অমর গান ও মন রমজানে রোজার শেষে এলো খুশির ঈদ, সাংবাদিক নির্মল এস পলাশ ও সাদিকুর রহমান সামুর গানে উৎফুল্ল এবং প্রাণবন্ত করে তুলেন ঈদ আড্ডাকে । বিভিন্ন আলাপচারিতার পর সবাইকে দই,মিষ্টি আপ্যায়ন করানো হয় । 

প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু  বলেন মানুষ যখন পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন, তখন সংবাদকর্মীরা সেই তথ্য পরিবেশনের কাজে ব্যস্ত। দায়িত্ববোধ থেকে নিজের প্রতিষ্ঠান ও মানুষের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে থাকেন ।

প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদ্দুজামান    আলম বলেন পবিত্র ঈদুল ফিতরের জামাতের খবর সবাইকে জানাতে দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে দায়িত্ব পালন করেন বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা। ইচ্ছা থাকলেও প্রথম জামাতে নামাজ পড়া হয় না সংবাদকর্মীদের। পরবর্তী জামাতে নামাজ আদায় করতে হয় তাদের।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ বলেন টানা ৯ দিনের ছুটি পেয়েছেন। বেসরকারি চাকরিজীবীসহ অন্যান্য পেশায় নিয়োজিত ব্যক্তিরাও লম্বা ছুটি পেয়েছেন। কিন্তু, সংবাদকর্মীদের ছুটি মাত্র তিন দিন। তবে, সব সংবাদকর্মী সে ছুটি পাননি। সংবাদ প্রতিষ্ঠান সচল রাখার স্বার্থে  সংবাদকর্মীরা   দায়িত্ব পালন করতে হচ্ছে। 

নির্মল এস পলাশ বলেন
গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। জনগণের কাছে দ্রুততম সময়ে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া আমাদের পেশাগত দায়িত্ব। যেকোনো উৎসব বা বিশেষ দিনে যখন সবাই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটায়, তখনো আমরা সংবাদকর্মীরা দায়িত্ববোধ থেকেই কাজে থাকি।

আসাদ্দুজামান শাওন বলেন
সবাই যখন ঈদের আনন্দে মশগুল, আমরা গণমাধ্যমকর্মীরা তখন সংবাদ সংগ্রহে ব্যস্ত। ঈদের দিনে কাজে গিয়ে যখন অন্য সাংবাদিকদের দেখি, তখন দুঃখবোধ অনেকটা উবে যায়।

ঈদ আনন্দ আড্ডার আয়োজনে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে অনুষ্ঠানে সফল সমাপ্তি করা হয় ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed