কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনানুযায়ী আদমপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল কৃষকদল সহ আদমপুর বাজারের সর্বস্তরের মানুষ এ ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করেন।
ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর মুন্না রানার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আদমপুর ইউনিয়ন বিএনপি আবুল খায়ের আশ্রু এর
সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি গোলাম কিবরিয়া শফি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু উপজেলা শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান জরিপ, বিএনপির নেতা ইয়াকুব আলী সিরাজী, মোঃ মোতাহের আলী প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল,কৃষকদল এর ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সম্পদক সহ সর্বস্তরের নেতাকর্ম।
মাহফিলে দেশের মঙ্গল ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক জিয়ার সু- স্বাস্থ্য কামনায় মোনাজাত করা হয়।