কমলগঞ্জ প্রতিসিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পদ্ধা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফয়সল আহমেদ চৌধুরী।
উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহদী হাসান জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল, জেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু,কমলগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা যুবদল নেতা আব্দুল মোহিত চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুবেল ভূইয়া প্রমুখ।
এদিকে উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বলেন, কিছু টাকা পয়সা হলে নেতা হওয়া যায় না। কিছু বিএনপি নামধারী দালাল আছেন তারা আজ আওয়ামীলীগের পিছনে,কাল জামায়াতের পিছনে। তাদের চিহিৃত করে রাখবেন। তাদের কোনো ভাবে দলে নেওয়া যাবেনা। প্রকৃত বিএনপিরা যেন দলে ঠাইপায়। আমরা নিজের টাকা খরচ করে দলের জন্য কাজ করেছি, নিজের সার্থের জন্য কাজ করিনি। আমার উপড় অনেক অন্যায় অবিচার হয়েছে। আমি মাথা পেতে নিয়েছি। আমার একটাই দাবী আওয়ামী দালালদের যেন দলে না নেওয়া হয়।
আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল ইউনিয়ন বিএনপি,যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা যোগ দেয়।