কমলগঞ্জ প্রতিনিধি::
কমলগঞ্জে মহান বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়াম আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার( ২১ ফেব্রয়ারী) বিকাল ৪টায় উপজেলার মনিপুরী লরিতকলা একাডেমিতে একাডেমির উপ পরিচালক প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারী গণ-মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুর রহমান।
সুতপা সিংহার ও নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহা (সমীর) এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ নুরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,বাংলাদেশ মনিপুরী যুবকল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ, মুন্ডা সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক লক্ষন মুন্ডা, মনিপুরী সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শরবিন্দু কান্তি, বিশ্ব কবি মঞ্চ মৌলভীবাজার এর আহ্বায়ক পুলক কান্তি ধর প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আনহার আলী, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক সালাহউদ্দিন শুভ, জাহেদ আহমেদ,মুমিনুল ইসলাম, রাজন আবেদিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।