1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
মণিপুরীদের ঐতিহ্যবাহী দিবা রাস লীলা অনুষ্ঠিত - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ধর্ষণের চেষ্টাকালে চিৎকার করায় দায়ের কূপে কিশোরীকে হত্যা কমলগঞ্জে ললিতকলা একাডেমিতে বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমলগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন শিমুলের সৌন্দর্যে সেজেছে প্রকৃতি কমলগঞ্জে ৭ দিনের ব্যাপী ভাষার প্রশিক্ষণের উদ্বোধন কমলগঞ্জে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইট ভাটায় জরিমানা ও কাঁচা ইট বিনষ্ট কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা কমলগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্য স্কুল ড্রেস বিতরণ এটি এম আজহারুলের মুক্তির দাবিতে মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল

মণিপুরীদের ঐতিহ্যবাহী দিবা রাস লীলা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরীদের ঐতিহ্যবাহী দিবা রাস লীলা অনুষ্ঠিত হয়েছে। রাস উৎসব উপলক্ষে আয়োজন করা হয় রাসনৃত্যের। রাসনৃত্য মনিপুরী সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব শৈল্পিক সৃষ্টি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি) তুমুল হৈচৈ, আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতালেন মধ্য দিয়ে অনুষ্টিত হয় ঐতিহ্যবাহী দিবা রাস লীলা। দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর মধ্য পল্লীতে শ্রী লক্ষ্মীমোহন সিংহ এর আয়োজনে মণিপুরীদের ঐতিহ্যবাহী দিবা রাস লীলা অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামের শ্রী লক্ষ্মীমোহন সিংহ এর পারিবারিক আয়োজনে ঐতিহ্যবাহী দিবা রাস লীলা অনুষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় উদ্যাপিত হয়ে আসছে রাস উৎসব। বর্নাঢ্য আয়োজন, মৃদঙ্গ, করতাল মধ্য দিয়ে মণিপুরীদের ঐতিহ্যবাহী দিবা রাস লীলা অনুষ্ঠিত হয়। রাসনৃত্যে গোপিনীদের সাথে কৃষ্ণের মধুরলীলার কথা, গানে ও সুরে ফুটিয়ে তুলেন শিল্পীরা।

দিবা রাস লীলায় মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রায় ১ হাজার লোকজন মেতে উঠেন এ আনন্দ উৎসবে। দিনব্যাপী আনন্দের পরশ পেতে আসা নারী-পুরুষ, শিশু-কিশোর, কবি-সাহিত্যিক, সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে তিলকপুর মধ্য পল্লী।

শ্রী লক্ষ্মীমোহন সিংহ এর সভাপতিত্বে দিবা রাস লীলা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খাঁন, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমদ, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান নোমান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির আহমদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছমির মিয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলি, কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাহমুদুল হক রাফাত প্রমুখ।

ঐতিহ্যবাহী দিবা রাস লীলার আয়োজক শ্রী লক্ষ্মীমোহন সিংহ জানান, ‘আমাদের পারিবারিক আয়োজনে ঐতিহ্যবাহী দিবা রাস লীলা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রানপ্রন্ত করে তুলেন আমাদের এলাকার গর্ব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ভাই। তিনি আমাদের পাশে অতিতেও ছিলেন এখনও থাকবেন। আজকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে এটি পরিনত হয় এক মহা মিলনমেলায়।’

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব বলেন, ‘আমি আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতে আপনাদের পাশে থাকব। আপনাদের ধর্মের সকল অনুষ্টান সুন্দর ভাবে যাতে করতে পারেন সকল ধরনের সহযোগিতা করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে এই উপজেলার সকল ধর্মের মানুষের একটি মেলবন্ধন পরিণত করব। যে কোন অনুষ্টানে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।’

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed