কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীমতি শিপ্রা রানী মোহান্তকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (৪ফেব্রুয়ারি ) শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও মানপত্র পাঠ করেন স্কুলের শিক্ষার্থীরা।
বিদায় সংবর্ধনা অনুষ্টানে শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও সমাজ সেবক নজরুল ইসলাম শিপর এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন, কমলগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শংকরপুর সরকারি প্রাঃ বিঃ প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুর-ই-এলাহী।
বিশিষ্ট সমাজ সেবক ও শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল বাছিত এর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ গন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বাবু রসময় মোহান্ত, শংকরপুর শহীদ সৃতি জুনিয়র হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। এছাড়াও সংবর্ধিত অতিথি ছিলেন শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীমতি শিপ্রা রাণী মোহান্ত।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শহিদ সৃত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সালাহউদ্দিন, কমলগঞ্জ উপজেলার মঙ্গলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাহিদ আলী, আমিনুল ইসলাম চৌধুরী, মামুনুর রশীদ মামুন, ফেরদৌস আহমেদ প্রমুখ।
অবসর প্রাপ্ত শিক্ষকের উদ্দেশ্যে বক্তব্যে বক্তারা বলেন, ‘একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করেছেন। এ বিদ্যালয়ে তিনি যোগদানের আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষিকার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
পরে অবসর প্রাপ্ত শিক্ষককে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা সহ এলাকার বাসীর পক্ষ থেকে স্বর্ণের উপহার প্রদান করা। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।