কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন কৃষকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পৌর এলাকার ভানুগাছ বাজারের মকবুল আলী মার্কেটে আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ সদর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক নুরুল আমিন জজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষক দলের সদস্য সচিব মোনায়েম কবির।
সদস্য সচিব আব্দুল আহাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি উপজেলা বিএনপি গোলাম কিবরিয়া শফি,কমলগঞ্জ উপজেলা বিএনপ’র সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. শফিকুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য মো. বাবুল হোসেন চৌধুরী, কমলগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আব্দুল হক চৌধুরী (শায়েস্তা), মশ্বির মিয়া সহ বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।