কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে “ক্রাইম তালাশ-অনুসন্ধান রিপোর্ট” নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে ছবি-তথ্য ও বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়রি করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজান চৌধুরী।
শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে “ক্রাইম তালাশ-অনুসন্ধান রিপোর্ট” নামে একটি ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় এ সাধারন ডায়রি করেন। থানায় সাধারণ ডায়েরি ( জিডি) বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন।
(আরও পড়ের) কমলগঞ্জের নয়াবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজান চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম “ক্রাইম তালাশ-অনুসন্ধান রিপোর্ট” নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে ছবি-তথ্য ও বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার ও মানহানি করছে কে বা কারা। বিষয়টি আমার নজরে আসলে দ্রুত কমলগঞ্জ থানায় গিয়ে একটি সাধারন ডায়রি (জিডি) করি। আশা করছি পুলিশ দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনবেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ফেসবুকে ভুয়া আইডি খোলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।