কমলগঞ্জ প্রতিনিধি::
কমলগঞ্জে জননেতা হিজম ইরাবতের ১২৮তম জন্মবার্ষিকী পালন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহ নির্মাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে।
(৩০ সেপ্টেম্বর) সোমবার বিকেলে কমলগঞ্জ দাখিল মাদ্রাসা মাঠে গৃহ নির্মাণ-সামগ্রী বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার বন্যার্থ ২৩ পরিবারের মধ্যে গৃহ নির্মাণ সামগ্রী হিসেবে ৪৬ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।
উপজেলা আমির মাসুক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর জননেতা জনাব ইঞ্জিনিয়ার শাহেদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলার সহকারী সেক্রেটারী শাহ আলাউদ্দিন, কমলগঞ্জ উপজেলা নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়সর, উপজেলা সেক্রেটারী এডভোকেট কামরুল ইসলাম ও উপজেলা সহকারী সেক্রেটারী আব্দুস সালাম।
অন্যদের মধ্যে ছিলেন সদর ইউনিয়ন সভাপতি এবাদুর রহমান, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি ওয়াসিম আহমদ, জনাব, আবু তালেব প্রমুখ।