অনলাইন ডেস্ক নিউজ::
জামায়াত শিবিরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার আজ গেজেট প্রকাশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে পালিয়ে যাওয়ার পর, আওয়ামী লীগ ও এর জোট শরিকদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দায়ের হতে শুরু করে। এসব মামলার মধ্যে অন্যতম আসামি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। বর্তমানে তিনি রাজধানীর আদাবর থানায় করা পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় রিমান্ডে আছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায় যে,
আজ বুধবার (২৮শে আগস্ট) জিজ্ঞাসাবাদের সময় হাসানুল হক ইনু ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেওয়া কৌশল সম্পর্কে তথ্য প্রদান করেন।
ইনু জানান যে, শেখ হাসিনা সরকারের প্রথম ৫ বছর আমি মন্ত্রীর দায়িত্বে ছিলাম। পরে, আমরা ১৪ দলে জোটের শরিক থাকলেও সরকারে ছিলাম না। জোটের শরিক হিসেবে আমরা শেখ হাসিনাকে ছাত্রদের দাবি মেনে নেওয়া এবং পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তিনি এসব পরামর্শ মানেননি।
তিনি আরও বলেন যে , ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্দেশ করে শেখ হাসিনা যে মন্তব্য করেছিলেন, তা ছাত্রজনতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এছাড়াও ছাত্র আন্দোলন দমনে ওবায়দুল কাদেরের ‘ছাত্রলীগই যথেষ্ট’ মন্তব্যটি জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।