1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
হযরত শাহ আজম (রহ:) ৪৫তম উরুস ও দোয়া মাহফিল ১৩ আগষ্ট - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সিএনজি চালককে ফিল্মি স্টাইলে মারধর থানায় অভিযোগ কমলগঞ্জে মুসলিম এইড বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষা বৃত্তি প্রদান গোপালী হাসিনার চোখে ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল বলেন, সারজিস আলম কমলগঞ্জে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পন কমলগঞ্জে চা শ্রমিকদের সমাবেশে আসছেন সারজিস আলম কমলগঞ্জে মামলা তুলে নেওয়ার জন্য বাদিকে হুমকি মেয়ে অপহরণ ও ধর্ষণের ঘটনা শুনে বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা কমলগঞ্জে পৈতৃক সম্পদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২ কমলগঞ্জ ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চড়ুই ভাতি’র আয়োজন

হযরত শাহ আজম (রহ:) ৪৫তম উরুস ও দোয়া মাহফিল ১৩ আগষ্ট

  • প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৭৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে বিষ পানে আত্মহত্যা করল এক যুবক

ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ. এর ৪৫ তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ২৯ শ্রাবণ, ১৩ই আগষ্ট রোজ মঙ্গলবার কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার রেলওয়ে ষ্টেশন সংলগ্ন রামপাশা আংশিক গ্রামে নিজ বাড়ী স্থিত তাঁর মাজার শরীফে এক উরুস ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ. ছিলেন ভারতের ত্রিপুরা জেলার লক্ষিপুর গ্রাম নিবাসী পীরে কামিল শাহ্ সূফী সাধক মরমী কবি হযরত মাওলানা শাহ ইয়াছিন রহ.এর একমাত্র শ্রেষ্ঠ খলিফা এবং তিনি মৌলভীবাজার জেলার মোস্তফাপুর ইউনিয়নের গয়গড় গ্রামে ১৪৭৬ ইংরেজি সালের জংলা বৃত্ত ভগ্নস্তুপ ঐতিহাসিক গয়গড় খোজার মসজিদের সংস্কারক জেলার ত্রৈলোক্য বিজয় গ্রামে পুরাতন মসজিদর মিনার নির্মাণ, নিকটবর্তী নালী হুরী গ্রামে পুরাতন মসজিদের গম্বুজ তৈরী,পাশ্ববর্তী খালিশপুর গ্রামে আড়াই কেদার জমির উপর গদ্দীবাড়ী স্থাপন করে তরিকায়ে কাদেরিয়া খানকাহ্ ও গদ্দী মোবারক প্রতিতিষ্ঠা করেন। নিকটবর্তী সরাপুর গ্রামে ৩৬০আউলিয়ার অন্যতম ওলি হযরত শাহ ফাত্তাহ রহ. মাজার পাকা ও তৎসংলগ্ন ফুরকানীয়া মক্তব প্রতিষ্ঠা করেন। কোরআন শরীফ শিক্ষার জন্য মাজারের নিকটে লোকজনের সুবিধার্থে একটি পুকুর খনন করান। নিকটবর্তী গোড়াখাল গ্রামে ৩৬০ আউলিয়ার অন্যতম ওলি হযরত হাজী রসুল রহ. এর মাজার সংস্কার সহ মাজার সংলগ্ন একটি পুকুর খনন করেন। পরবর্তীতে কমলগঞ্জ উপজেলাধীন আদমপুর ইউনিয়নের কাঠলকান্দি গ্রামে মরহুম আব্দুল লতিফ সাহেবের জমির উপর একটি ফুরকানিয়া মক্তব প্রতিষ্ঠা করেন, সুদীর্ঘ সময় নিজ অর্থ ব্যয় করে, মক্তবটি পরিচালনা করেন। তারপর দূরবর্তী স্থান ভানুবিল গ্রামে গভীর জলাশয়ের উপর দিয়ে এক দীর্ঘ রাস্তা নির্মাণ করেন। অতঃপর নিকটবর্তী স্থান জাঙ্গালীয়া গ্রামে মোকামটিলায় কবরস্থান ও জানাযার মাঠে উন্নয়ন সহ হযরত শাহ্ ইয়াবাদ রহ, এর অজ্ঞাত মাজারটি উদ্ধার ও পাকাসহ পুকুর খনন ও পুকুরের ঘাট পাকা করান, ভারত কৈলাশহর তার মুর্শিদ হযরত মাওলানা শাহ্ ইয়াছিন রহ. এর মাজার পাকা ও মাজার সংলগ্ন ঘাট পাকা করান। নোয়াখালী জেলার নন্দনপুরে তার দাদা মুর্শিদ, হযরত মাওলানা শাহ্ খলিলুর রহমান সাহেবের বাড়ীর সম্মুখে একটি বিরাট খানকাঘর নির্মান করেন। এবং তাদের বসবাসের জন্য আরো ৩টি ঘরের জন্য টিন খরিদ করে দেন। তার নিজ জন্মস্থান সংলগ্ন কুমড়াকান গ্রামে তার বড় বোনের বাড়ীতে হযরত শাহ্ কলীম ও ইছরাইল রহ, নামক দুইজন ওলির মাজার পাকাসহ কবরস্থান ওয়ালবন্ধি এবং গেইট নির্মান করেন। তাছাড়া সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ওলিয়ে কামিলের বহু দান রয়েছে। উল্লেখ করা আবশ্যক হযরত শাহ আজম (রহঃ) ১৮৯৬ সনে জন্মগ্রহণ করে ৩৩ বছর সাংসারিক জীবন অতিবাহিত করেন। ১৯২৯ ইং সন হইতে সংসার ত্যাগী অবস্থায় বিভিন্ন স্থানে দ্বীনের খেদমত শুরু করেন এবং পর পর ছদগায়ে জারিয়ামূল কাজগুলো সমাপ্ত করে ১৯৭৯ ইংরেজী সনে ইন্তেকাল করেন। এই হিসাবে দেখা যায়, পীর সাহেবের সংসার ত্যাগী জীবন ৫০ বছর, বর্তমানে মৌলভীবাজার জেলার গয়গড় গ্রামে একটি হাফিজিয়া মাদ্রাসা কমলগঞ্জ পৌরসভাধীন এলাকায় একটি হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ, মক্তব, আদমপুর ইউনিয়নে একটি রাস্তা ওলির নামানুসারে রয়েছে। আর তিনি ছিলেন সদগায়ে জারিয়া কাজের অগ্রদুত। উক্ত ওলিয়ে কামীল মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মাঝে রয়েছে খতমে কোরআন, খতমে খাজেগান, তাহার জীবনী আলোচনা, জিকির, আজগার, মিলাদ ও দোয়ার মাহফিল এবং তবরোক বিতরণ। তাই ওলিয়ে কামিলের মৃত্যুবার্ষিকীতে যোগদানের জন্য তার আশেকান, ভক্তবৃন্দসহ সকলের একান্ত উপস্থিতি ও দোয়া কামনা করছি।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed