অনলাইন ডেস্ক নিউজ ::
কোটা আন্দোলনে হত্যাকাণ্ডে জরিতদের বিচার বিভাগীয় তদন্ত হবে, বললেন প্রধানমন্ত্রী
বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে পুলিশকে উদ্ধারে হেলিকপ্টার এসেছে।
বাড্ডার কানাডা ইউনিভার্সিটি থেকে আটকে পড়া পুলিশ সদস্যদের হেলিকপ্টারে করে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ই জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি হেলিকপ্টার এসে আটকা পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যায়। ভেতরে বেশ কয়েকজন পুলিশ আটকে ছিল।
হেলিপ্টারে এসে একবারেই সাবাইকে উদ্ধার করা হয়।
এর আগে বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এক পর্যায়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায় পুলিশ। বাইরে অবস্থান নেন আন্দোলনকারীরা।
এ সংঘর্ষের সময় ওই এলাকায় এক গাড়ির চালক নিহত হয়েছেন। তার নাম দুলাল মাতবর। সংঘাতের সময় তিনি একটি হায়েস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন। তবে কিভাবে তার মৃত্যু হয় তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি
ছবি ও তথ্য সংগ্রহ।