1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
তাহিরপুরে বিদ্যুৎ স্পর্শে মৃত্যু ১ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দেব বললেন ডা. শফিকুর রহমান কমলগঞ্জে শীতার্তদের পাশে মানবিক পুলিশ ছিদ্দিকুর   কমলগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু! অতি বিপন্ন প্রজাতির ৬টি হলুদ কচ্ছপ ট্রান্সমিটার সংযুক্ত করে লাউয়াছড়া বনে অবমুক্ত চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি শুরু কমলগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কমলগঞ্জে মহান বিজয় দিবসে কুচকাওয়াজ ও বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জেল থেকে মুক্তির পর জেলগেট থেকে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান বদরুল কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন কমলগঞ্জে লাউয়াছড়ায় বনে বগি রেখেই চলে গেলো ট্রেন

তাহিরপুরে বিদ্যুৎ স্পর্শে মৃত্যু ১

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১১০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

টাঙ্গুয়া হাওরে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সুনামগঞ্জের তাহিরপুরে বন্ধ থাকা বিদ্যুতের মেইন লাইনে সংযোগ দিতে গিয়ে স্থানীয় এক ইলেকট্রিসিয়ানের বিদ্যুৎ স্পর্শে মৃত্যু হয়েছে। নিহত ইলেকট্রিসিয়ানের নাম সুজন মিয়া (২০)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী রতনপুর গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে।

জানা যায় যে, শনিবার দিনগত রাত ১০টার দিকে কলাগাঁও – সুন্দরবন গ্রামী পল্লী বিদ্যুতের মেইন লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পল্লী বিদ্যুৎ সমিতির কলাগাঁও অভিযোগ কেন্দ্রে থেকে স্থানীয় ইলেকট্রিসিয়ান নিহত সুজন মিয়া এবং একই গ্রামের আরিফুল ইসলাম নামে দুইজনকে অনুরোধ করা হয় মেইন লাইনে উঠে বিদ্যুৎ লাইনটি পুনরায় সংযোগ দেওয়ার জন্য। প্রতিদিনের ন্যায় ফোন পেয়ে নিহত সুজন সুন্দরবন গ্রামের সামনের একটি বিদ্যুতের কুটির উপরে উঠে লাইন সংযোগ দেওয়ার জন্য। নীচে আরিফুল ইসলাম নামে অপর এক জন মোবাইল ফোন নিয়ে দাঁড়িয়ে থাকে। নিহত সুজন বিদ্যুৎ লাইন সংযোগ দিয়ে খুটির উপর থেকে নীচে নামার আগেই বিদ্যুৎ লাইন সচল হলে সে বিদ্যুৎ স্পর্শে খুটির মধ্যেই ঝুলে পড়ে। এতে তার হাত বুক মুখ ঝলসে পড়ে। পরে আবার ফোনে বিদ্যুৎ লাইন সংযোগ বন্ধ করে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বাবা মো. জয়নাল মিয়া বলেন, রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর কলাগাঁও পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র এবং বাদাঘাট অফিস থেকে ফোন দিয়ে আমার ছেলেকে বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়ার জন্য অনুরোধ করে। পরে আমার ছেলে বন্ধ বিদ্যুৎ লাইন সংযোগ দিতে গিয়ে খুঁটির উপর বিদ্যুৎ স্পর্শে মারা যায়।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ তাহিরপুর উপজেলার বাদাঘাট সাব জোনাল অফিসের লাইন ক্লু লেভেল ওয়ান আহাদ বলেন, তাকে না জানিয়ে নিহত সুজন বন্ধ হয়ে থাকা  ফিডার সংযোগ প্রদান করতে যান। সাড-ডাউনে  থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইন রাতে যথা নিয়মেই চালু হলে সে বিদ্যুৎ স্পর্শে মারা যান।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ তাহিরপুর উপজেলার বাদাঘাট সাব জোনাল অফিসের সহকারি জেনাল ম্যানেজার ইকরাম হোসেন জনি বলেন, উপজেলার  সুন্দরবন এলাকায় বিদ্যুতের ফিডার বন্ধ ছিল শনিবার রাতে। ফের যথারীতি নিয়মে ফিডারটি চালু  করা হয়। তিনি বলেন, সুজন নামের নিহত ইলেক্ট্রিশিয়ান আমাদের কাউকে অবহিত না করেই সে এলাকার গ্রহকদের কথায় ফিডার চালু করতে গিয়ে তার এমন মৃত্যু হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন যে, সংবাদ পেয়ে সুনামগঞ্জ থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed