শ্রীমঙ্গল প্রতিনিধি::
বিএনপি ২৬শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেলো
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইপিডিএস ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আই,এল,ও) সহযোগীতায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে জাতীয় চা দিবস উদযাপন করা হয়েছে৷
আজ মঙ্গলবার (৪ঠা জুন) দুপুরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় (লেবার হাউস) এর সভাকক্ষে দিবসটি উদযাপন করা হয়৷ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে সংগঠনটি৷
বাচাশ্রই সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বালিশিরা ভ্যালীর সভাপতি ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা৷ এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনটির কার্যকরী সভাপতি বৈশিষ্ট্য তাতি, সহ-সভাপতি পংকজ কন্দ, জেসমিন আক্তার, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, বাচাশ্রই বালিশিরা ভ্যালীর সাংগঠনিক সম্পাদক কর্ন তাতি প্রমুখ।
সভায় বক্তারা বলেন যে, চা শিল্প টিকিয়ে রাখতে হলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন করতে হবে। মালিক, শ্রমিক ও সরকার এক হয়ে কাজ করলে দেশে চা শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।