কমলগঞ্জ প্রতিনিধি::
কমলগঞ্জে স্ত্রীকে হত্যার পর ঘাতক স্বামী থানায় আত্মসমর্পন
কমলগঞ্জ হযরত শাহ আজম রহ. হিফজুল কোরআন দরগাহ মডেল মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই (শারজাহ) প্রবাসী মোহাম্মদ সাইফুর রহমান উরমানকে মাদ্রাসার উস্তাদ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন হযরত শাহ আজম রহ. এর সুযোগ্য নাতি অত্র মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য হযরত মাওলানা মুফতি শাহ্ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত শাহ আজম রহ. এর সুযোগ্য নাতি মাদ্রাসার পরিচালক ( ভারপ্রাপ্ত) কাজী মাওলানা মুহিউচ্ছুন্নাহ আজমী, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারী নুরুল ইসলাম, সাবেক দুবাই প্রবাসী এলাকার মুরব্বি মোহাম্মদ আব্দুল গনি, মোহাম্মদ আব্দুর রশিদ, সাংবাদিক মোহাম্মদ শামিম আহমদ তালুকদার, মোহাম্মদ ইয়াওর আলী, মোহাম্মদ চেরাগ মিয়া, সৌদিআরব প্রবাসী মোহাম্মদ তাজউদ্দীন, মোহাম্মদ শাহনুর হোসেন, পৌর তালামীয নেতা মোহাম্মদ হিফজুর রহমান সিজিল, মোহাম্মদ আব্দুল মজিদ, মোহাম্মদ মসুদ মিয়া, মোহাম্মদ হক আলী, মোহাম্মদ আবদুল মজিদ, মোহাম্মদ হিফজুর রহমান সিজিল, মোহাম্মদ তানিম শেখ, মোহাম্মদ তোফাজ্জল হোসেনসহ মাদ্রাসার ছাত্র-ছাত্রীবৃন্দ, এলাকার যুবসমাজ, মুরুব্বিয়ান ও মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিগণ শ্রদ্ধা ভরে প্রথমেই মাদ্রাসার আমৃত্যু প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ মোশাহিদ আজমী ছাহেব রহ. কে স্মরণ করেন এবং তাঁর পরিশ্রমের কারণেই আজ এলাকায় তিনি কোরআনের একটি বাগান করেছেন। এই কোরআনের বাগানের উছিলায় মহান আল্লাহ তাআলা যেন তার বান্দার পরপারের সফর সহজ করে দেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিগণ বলেন, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রবাসী মোহাম্মদ সাইফুর রহমান উরমান তিনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ, মানবতা প্রেমিক নিরবে দানশীল একজন পরিশ্রমী সফল রেমিটেন্স যোদ্ধা। উপদেষ্টা মোহাম্মদ সাইফুর রহমান তিনি মাদ্রাসার উন্নয়নে সব সময় সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। উপস্থিত সবাই তাহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশ ও প্রবাসে যারা আছেন সার্বক্ষণিক সহযোগিতা যারা করছেন সকলের জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও প্রবাসের সকলের রোগ মুক্তি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।। মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী।
তারিখঃ ১০-০৫-২০২৪ ইংরেজী।